আফগানিস্তানের একজন কর্মকর্তা ১ আগস্ট স্বীকার করেছেন, গত সপ্তাহের শেষে আফগানিস্তানের পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়েছে। এর ফলে সৃষ্ট বন্যায় ১৫ জন নিহত হয়েছেন।
এবারকার সবচেয়ে দুর্গত এলাকা দক্ষিণ আফগানিস্তানের নানগাহার প্রদেশের গভর্ণর সিনহুয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে বলেছেন, ৩০ জুলাই সংঘটিত বন্যা এই প্রদেশের শত শত হেক্টর জমির ফসল ধ্বংস করেছে এবং এতে ৬ জন নিহত হয়েছেন।
আফগান কর্মকর্তা আরো বলেছেন, বন্যার দরুণ উপরোক্ত অঞ্চলে বহু কৃষিজমি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিপুল পরিমাণ গৃহপালিত পশু হতাহত হয়েছে।
|