চীনের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে চীনের কৃষিজাত দ্রব্যের আমদানি ও রপ্তানী স্থিতিশীল ছিলো। কৃষিজাত দ্রব্যের আমদানি ও রপ্তানীর মোট মূল্য প্রায় ৩০.৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ১৫ শতাংশ বেশি। এর মধ্যে আমদানীর বৃদ্ধি হার রপ্তানীর চেয়ে অনেক বেশি। বাণিজ্যিক ঘাটতি ২১৫ কোটি মার্কিন ডলার।
রপ্তানী বাজারের দিকে দৃষ্টি দিলে দেখা যায় প্রথমার্ধে ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান এবং যুক্তরাষ্ট্রে চীনের কৃষিজাত দ্রব্যের চাহিদা দ্রুত বেড়েছে। জাপান, হংকং আর দক্ষিণ কোরিয়ার বাজারে চীনের রপ্তানীর গতি কিছুটা শিথিল হয়েছে। আমদানী ক্ষেত্রে প্রথমার্ধে যুক্তরাষ্ট্র, আসিয়ান আর ব্রাজিল থেকে চীন ৮৩০ কোটি মার্কিন ডলার মূল্যের কৃষিজাত দ্রব্য আমদানী করেছে। যা কৃষিজাত দ্রব্য আমদানীর মোট পরিমাণের অর্ধেকেরও বেশি।
অনুমান করা হচ্ছে যে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের কৃষিজাত দ্রব্যের রপ্তানী পরিস্থিতি আরো জটিল হতে পারে। আমদানীর চাহিদা কিছুটা হ্রাস পাবে।
|