১ আগস্ট সন্ধ্যায় চীনের হাই নান প্রদেশের আবহাওয়া কেন্দ্র সূত্রে জানা গেছে , প্রাপিরোন নামক এ বছরের ৬ নং গ্রীষ্মমন্ডলীয় টাইফুন একই দিন বিকেল ২টায় চীনের দক্ষিণ সাগরে সৃষ্টি হয়েছে ।
হাই নান আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী , ১ আগস্ট বিকেল ২টায় গ্রীষ্মমন্ডলীয় টাইফুনের কেন্দ্রস্থলে বাতাসের সর্বোচ্চ গতি সেকেন্ডে ১৮ মিটারে দাঁড়িয়েছে । অনুমান করা হচ্ছে , এবারকার টাইফুনের কেন্দ্রস্থল ঘন্টায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাবে ।
অনুমান করা হচ্ছে , ৩ থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রাপিরুন টাইফুনের আঘাতে চীনের হাই নান প্রদেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে । একই সময়ে হাই নান দ্বীপে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে ।
|