১ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাস্থ্য বিভাগ বলেছে, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটনস্থান বালি দ্বীপে কয়েক শো মুরগী এইচ ৫ এন ১ বার্ড ফ্লুর কারণে মারা গেছে ।
তারা বলেছে, বালি দ্বীপের সবচেয়ে পশ্চিমের জেমব্রানা অঞ্চলে গত সপ্তাহে প্রায় ৩০০ মুরগী অকস্মিকভাবে মারা গেছে । স্বাস্থ্য বিভাগ শীঘ্রই মুরগীগুলো পরীক্ষা করেছে এবং প্রমাণ করেছে ,ওরা এইচ ৫ এন ১ বার্ড ফ্লু আক্রান্ত হওয়ায় মারা গেছে । কিন্তু এখনও স্থানীয় কেউ এই রোগ আক্রান্ত হয় নি ।
এ বছরের শুরুতে বালি দ্বীপে পাখি ও মুরগী অকস্মিকভাবে মারা যাওয়ার ঘটনা ঘটেছে । এরপর ইন্দোনেশিয়ার স্বাস্থ্য বিভাগ ব্যাপকভাবে মুরগী নিধন করেছে । ইন্দোনেশিয়ার কর্মকর্তারা চিন্তা করেন যে, পুনরায় বার্ড ফ্লুর ঘটনা বালি দ্বীপের পর্যটনে মাবাত্মক প্রভাব ফেলবে ।
|