v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-02 17:14:08    
বিশেষজ্ঞরা মনে করেন, বৈদেশিক বাণিজ্য নীতির পুনর্সংশোধন চীনের বাণিজ্যের  অনুকূল  ভারসাম্য হীনতা রোধে সহায়ক হবে

cri
    চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ফু চিইং সম্প্রতি বলেছেন , চীন বৈদেশিক বাণিজ্য নীতির সামান্য সংশোধন করবে । বৈদেশিক বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞ সি আর আইয়ের প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , চীনের বৈদেশিক বাণিজ্যের অনুকূল ভারসাম্য হীনতা রোধে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । কিন্তু বাণিজ্যের ভারসাম্যের লক্ষ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীন চাহিদা বাড়ানো দরকার ।

    জানা গেছে , চীনের বাণিজ্য মন্ত্রণলয় রপ্তানির শুল্ক ফেরত দেয়ার নীতি যা গত বিশ বছরেরও আগে কার্যকরী করা হয়েছে তার কিছু সংশোধন করার পরিকল্পনা করছে । রপ্তানী পন্যদ্রব্যের প্রকৌশলের মান ও অতিরিক্ত মূল্য উন্নত করার জন্যে বাণিজ্য মন্ত্রণালয় এ বছরে বৈদেশিক বানিজ্য উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়নে এবং উদ্ভাবন ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানগুলোকেআরও বেশি সহয়তা করবে ।

    চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ফু চিইং বৈদেশিক বাণিজ্য নীতির সামান্য সংশোধন করা সম্পর্কে যে ভাষণ দিয়েছেন তা চীনের বাণিজ্যের ভারসামহীনতা পরিবর্তন করার এক গুরুত্বপূর্ণ নীতিগত সংকেত বলে মনে করা হয় ।

    চীনের সাধারণ শুল্ক বিভাগের সাম্প্রতিকতম পরিসংখ্যানে জানা গেছে, এ বছরের প্রথম ৬ মাসে চীনের বাণিজ্যের অনুকূল ভারসাম্যমূল্য ৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । গত বছরের অনুরূপ সময়ের তুলনায় এটা ৫০ শতাংশ বেশি । এ পর্যন্ত চীন পরপর একটানা ২৬ মাস ধরে বাণিজ্যের অনুকূল ভারসাম্য বজায় রেখেছে ।

    চীনা গণ বিশ্ববিদ্যালয়ের বৈদেশিক বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর মাদাম ছেং তাউই মনে করেন যে , দীর্ঘকাল ধরে রপ্তানির মাধ্যমে দেশীয় অর্থনীতির প্রবৃদ্ধি বাড়িয়ে দেয়া চীনের বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতার এক গুরুত্বপূর্ণ কারণ । তিনি বলেছেন , ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির উন্নয়নের প্রবণতা ভাল বলে আরও বেশি আমদানি দরকার । তাই আমাদের রপ্তানির অনেক বাজার আছে । এটা একটা কারণ । দুই , চীন ইতোমধ্যে বিশ্বে তৈরী শিল্পের এক বড় দেশে পরিণত হয়েছে । আন্তর্জাতিক বাজারে চীনের পণ্যদ্রব্যের প্রতিদ্বন্দ্বী শক্তি দিনদিন বেড়ে যাচ্ছে। তিন , চীন বিশ্বায়নের আন্তর্জাতিক সম্পদের স্থানান্তরিত হওয়া "ইউরোপ ও যুক্তরাষ্ট্রব্যবহার করে আর এশিয়া প্রক্রিয়াকরণ করে"এমন একটি বৈশিষ্ট্য সৃষ্টি করেছে ।

    তিনি মনে করেন যে , উপযুক্ত কারণে দ্রুতগতিতে বৈদেশিক বাণিজ্যের অনুকূল ভারসাম্যের টেকসই উন্নয়ন রোধ করা বাস্তব নয় । তাই চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তচীনের বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা প্রশমিত করার পক্ষে সহায়ক হবে ।

    এক তদন্তেজানা গেছে , গত বছরে চীন রপ্তানির শুল্ক বৃদ্ধি এবং রপ্তানির শুল্ক ফেরত কমানোর মাধ্যমে উচ্চ শক্তি সম্পদব্যয় , দূষণ ও প্রাকৃতিক সম্পদজাত দ্রব্যের রপ্তানি রোধ করার কাজ শুরু করেছে । গত বছরের অক্টোবর মাস থেকে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত চীনের কয়লা , ইলেকট্রোলাইসিস এলুমিনিয়াম, চামড়া প্রভৃতিরপ্তানির পরিমাণ ১০ শতাংশ কমেছে ।

    চীন সরকার বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য বাস্তবায়নের লক্ষকে পরবর্তী পাঁচ বছরের রাষ্ট্রীয় আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে । এ সম্পর্কে প্রফেসর ছেং মনে করেন যে , চীনের বাণিজ্যের ভারসাম্যহীনতা নিস্পত্তি করার জন্যে শুধু বৈদেশিক পূঁজিবিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যের নীতি সংশোধন করার উপর নির্ভর করলে চলবে না । তিনি বলেছেন, আমরা চীনের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের অবদান অস্বীকার করতে পারব না । কিন্তু দেশীয় বাজারের চাহিদা বাড়ানোর ব্যাপারে আরও বেশি মনোযোগ দিতে হবে । উন্নয়নসমস্যা, শ্রমশক্তির কম পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্যে এক পরিকল্পনা নিতে হবে ।

    কেউ কেউ মনে করেন যে , রেনমিনপির বিনিময় হারের উঠা-নামার মাত্রা বাড়াতে হবে । যাতে বাণিজ্যের ভারসাম্য উন্নয়নে বিনিময় হারের ভূমিকা সঠিকভাবে পালন করা যায় । কিন্তু প্রফেসর ছেং বলেছেন , বাণিজ্যের ভারসাম্যহীনতা সমাধানে বিনিময় হার সংক্রান্ত নীতির ভূমিকা অত্যন্ত সীমিত ।