কত যে আশা তোমাকে নিয়ে,
বাধবো বাসা এ ভূবনে।
তুমি যদি দাও মন,
বলবো মনের কথা।
হে প্রিয় সি আর আই,
তুমি আমার ভালোবাসা।
তোমার জন্য অপেক্ষার,
প্রহর যে গুনি,
নিরবে বসে শুধু তোমারই
কথা মন যোগ দিয়ে শুনি।
তুমি করে নিলে আমায় বরণ,
তোমাকে আমি বন্ধু রাখবো স্মরণ।
---বংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের প্রিয়জন্ম ভৃমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এম.মিনহাজ উদ্দিন বিপুল
|