v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-04 11:08:03    
শহর ও গ্রামের সমন্বয়ে গঠিত চীনের নতুন গ্রামাঞ্চ

cri
    ছেং তু শহর হচ্ছে চীনের সি ছুয়ান প্রদেশের রাজধানী । ছেং তু শহর একটি বড় গোছের নগর । তার আশেপাশে ছড়িয়ে রয়েছে বিস্তীণ উপকন্ঠ । ২০০৩ সালের পর ছেং তু পৌর সরকার শহর ও গ্রামের সমন্বয় এবং সম্মিলিত উন্নয়নের ধারণা উত্থাপন করেন । এই ধারণা অনুসারে শিল্পকে কেন্দ্রীয় উন্নয়ন এলাকায় কেন্দ্রীভূত করা , কৃষকদের শহরে কেন্দ্রীভূত করা এবং জমিকে ব্যাপকাকারে কেন্দ্রীভূত করাকে প্রধান নমুনা হিসেবে গ্রহণ করা হয় । ছেং তু সরকার শহর দিয়ে গ্রামের উন্নতি সাধান , শিল্প দিয়ে কৃষিকে তরান্বিত করা , শহর ও গ্রামের পারস্পরিক সমর্থন দান এবং সমন্বিত উন্নয়নের একটি কার্যকর উপায় উদ্ভাবন করেছে । এভাবে ছেং তু সরকার শহর ও গ্রামের সম্মিলিত উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল নির্মাণের একটি নতুন পথে পদার্পণ করেছে । আজকের অনুষ্ঠানে এই সম্বন্ধে কিছু বলছি আমি শি চিং উ ।

    সম্প্রতি আমাদের সংবাদদাতারা ছেং তুতে গিয়ে নতুন গ্রামাঞ্চল নির্মাণের দৃশ্য দেখেছেন । সেখানে তারা নিজেদের চোখে কৃষকদের উত্পাদন ও জীবনের বিরাট পরিবর্তন এবং তাদের অভিনব মানসিক চেহারা দেখেছেন । এখন আমরা তিনটি গ্রামের কাহিনী শোনাবো ।

    প্রথমে আপনারা শুনতে পাবেন ছেং তু শহরের চিন চিয়াং এলাকার সান শেং মহকুমার বিরাট পরিবর্তন ।

    সান শেং মহাকুমা ছেং তুর উপকন্ঠে অবস্থিত । স্থানীয় সরকার বাজারীকরণের উপায় গ্রহণ করে সেই মহকুমার বিভিন্ন গ্রামের বর্ণাঢ়্য প্রাকৃতিক নিসর্গকে ভিত্তি করে সুন্দর কৃষক বাড়ি , সুখময় প্লাম বন ,চিয়াং পরিবারের শাকের ক্ষেত , তুং লির চন্দ্রমল্লিকার বাগান ও পদ্মের পুকরে জোত্স্না- এই পাঁচটি দশনীয় স্থান স্থির করেন । সরকার এসব স্থানে বিশেষ কৃষি ও প্রাকৃতিক নিসর্গ সংক্রান্ত পর্যটনের প্রসার ঘটায় । এভাবে স্থানীয় সরকার কোনো আবাদী জমি দখল না করে , কৃষকদের বাড়ি ভংগে না দিয়ে এবং তাদের স্বার্থের ক্ষতি না করে বরং কৃষকদের আর্থিক সহায়তা করে নতুন গ্রামাঞ্চল নির্মাণের নতুন পথ অনুসরণ করেছে । সেখানে কৃষকরা শহরে না গিয়েও নগরায়ণের সভ্যতা ও ফলশ্রুতি ভোগ করতে পারছেন । তারা এখন গর্বিত নতুন শহরবাসীতে পরিণত হয়েছেন ।

    রংবেরংয়ের ফুলের মধ্যে অসংখ্য সিমেন্টের রাস্তা সারিবদ্ধ সাদা দেওয়ালবিশিষ্ট দুতলার নতুন বাড়িগুলোকে সংযুক্ত করেছে । আমাদের সংবাদদাতারা কৃষকদের আনন্দদায়ক উদ্যান নামে একটি আংগিণায় প্রবেশ করলে মালিক হু খে ইয়ুং আমাদের স্বাগত জানালেন এবং আমাদের সংগে আলাপ করতে লাগলেন । তিনি বলেন , অনেক বছর আগে থেকে আমরা ফুলের চাষ করে এসেছি । তবে অতীতে ছোট আকারে ফুলের চাষ করেছি এবং তেমন ভালো ফল লাভ করতে পারি নি । গত কয়েক বছরে স্থানীয় সরকার শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠনগুলোকে টেনে এনে বিরাটাকারে ফুলের চাষ করা সম্ভব হচ্ছে । আমার পরিবারের যাবতীয় জমি কোম্পানির কাছে ধার দিয়েছি । প্রতিবছর একর প্রতি তিনি ৮০০ ইউয়ান লাভ করতে পারেন । তাছাড়া তার পরিবার শহরবাসীদের তার বাড়িতে খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থা করে প্রতি বছর ২০ থেকে ৩০ হাজার ইউয়ান উপার্জন করতে পারেন ।

    তিনি বলেছেন , শহরবাসীদের যা থাকলে আমাদেরও তা সবই আছে । সমস্ত গ্রামবাসীরা নতুন গ্রামীণ সমবায় চিকিত্সা ব্যবস্থার আওতাভূক্ত হয়েছে । যাদের বয়স ৪০ বছর ছাড়িয়ে গেছে , তাদেরকে সামাজিক নিশ্চয়তার বিধান দেয়া হয়েছে । ভবিষ্যতে তারাও শহরবাসীদের মত অবসরকালীন ভাতা পেতে পারবেন । এই সব কথা বলার সময়ে হু খে ইয়ুংয়ের মুখে আর হাসি ধরে নি ।

    ফু চিয়াং জেলার ফু সিং মহকুমার জমির বিন্যাস সম্বন্ধে কিছু বলছি ।

    ফু চিয়াং ছেং তুর দূরবর্তী উপকন্ঠে অবস্থিত একটি কৃষি জেলা । তবে আমাদের সংবাদদাতারা ফু সিং মহকুমার ফোং হো পাড়ায় একটি নতুন গ্রামের অভিনব দৃশ্য দেখতে পেয়েছেন । এই পাড়ায় ১৩০টি পরিবার বসবাস করেন । সিমেন্ট দিয়ে তৈরি পাঁচটি রাস্তা সারিবদ্ধ অসংখ্য দুতলার বাড়িকে সংযুক্ত করেছে । প্রতিটি পরিবারে জলার গ্যাসের চুল্লির ব্যবস্থা বসানো রয়েছে । এই পাড়ায় যেমন স্বাস্থ্য ও চিকিত্সা কেন্দ্র , তেমনি ছোটখাছো সুপারমার্কেট ও শরীর চর্চার মহাচত্বর রয়েছে ।

    ফু সিং মহকুমার পার্টি সম্পাদক ছেন তাই খাং আমাদের সংবাদদাতাকে বলেছেন , ২০০৪ সালে সূচিত জমির বিন্যাসের কাজকর্মের কল্যাণে এই রকম বিরাট পরিবর্তন সম্ভব হয়েছে । সারা মহকুমায় প্রায় দেড় হাজারেরও বেশি একর জমিতে বিন্যাসমূলক কাজ চালানো হয় এবং পাহাড়ী জমি ও অনাবাদী জমির সংস্কার করা হয় । খন্ড খন্ড জমিকে একত্রিত করা হয় । মহকুমা সরকার কৃষকদের কেন্দ্রীভূতভাবে বসবাসের জন্যে পরমর্শ দিয়েছে । এসব সংস্কারের পর ৬৩৩ একর আবাদী জমি বাড়ানো হয়েছে । জমি বিন্যাস থেকে পাওয়া কিছু অর্থ দিয়ে সরকার কেন্দ্রীভূত আবাসিক এলাকার পানি , বিদ্যুত , গ্যাস , রাস্তা ও সবুজীকরণ প্রভৃতি বুনিয়াদী ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং যেসব কৃষক কেন্দ্রীভূত আবাসিক এলাকায় বসবাস করেন , সরকার সেসব কৃষককে কিছু ভাতাও দেন । মহকুমা সরকার নিউজিল্যান্ডের একটি কোম্পানি দিয়ে এই মহকুমায় কিওই উন্নয়নের চেষ্টা করে । এতে স্থানীয় কৃষকরা এই কোম্পানির অধীনস্থ কারখানায় চাকরি পেয়েছেন এবং মাথাপিছু ১ হাজার ১০০ ইউয়ান উপার্জন করতে পেরেছেন ।

    এবার ইয়াং আন নগরের থাং ইং গ্রামের পরিবর্তনের কাহিনী শুনুন ।

    অতীতে থাং ইং গ্রাম ছিল সি ছুয়ান প্রদেশের পশ্চিম দিকের একটি সাধারণ গ্রাম । অথচ গত অক্টোবর মাসে সরকারের সমর্থনে এই গ্রামের কৃষকরা জমি পরিচালনার অধিকারকে শেয়ার হিসেবে গ্রহণ করে থাং ইং সান লিয়ান কৃষি কোম্পানি গঠন করেন । এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হু কুই ছুয়ান বলেছেন , কৃষকরা আগে শুধু পারিবারিক ভিত্তিতে খাদ্যশস্যের চাষ করলে অবস্থাপন্ন হওয়া সম্ভব হতো না । আমাদের কোম্পানি গঠনের লক্ষ্য হচ্ছে কৃষকদের সংগঠিত করে কেন্দ্রীভূতভাবে জমি ব্যবহার করা এবং জমি থেকে আরো বেশি লাভ পাওয়া । বর্তমানে এই কোম্পানির চাষ করা নানা ধরণের মাশরুম ও অগ্রিম বসন্তের হোং ইয়ু তরমুজ বাজারে ওঠার পর সমাদর পেয়েছে ।

    ৬২ বছর বয়সী গ্রামের একজন অধিবাসী ছেন ফাং আন আমাদের সংবাদাতাকে বলেছেন , আগের চেয়ে আমাদের এখনকার জীবন অনেক স্বচ্ছল হয়েছে ।