অন্য দিকে আগামী বছরের মধ্যে চীন টেলিযোগাযোগ গোষ্ঠী এক হাজারটি মহকুমা তথ্যের পরীক্ষা কেন্দ্র ও ১০ হাজার উন্নত গ্রাম পর্যায়ের তথ্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করবে। যাতে গ্রামের তথ্যায়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভবিষ্যতে কৃষকরা যার যার বাসায় চীন টেলিযোগাযোগ গোষ্ঠীর ব্রডব্যান্ড ওয়াইড ব্যান্ডসহ তথ্য পরিসেবা ভোগ করতে পারবেন।
চীন টেলিযোগাযোগ নতুন গ্রামের তথ্যায়নের কাজ এবং গ্রামের পরীক্ষা প্রকল্পের বিষয়ের ওপর সম্মেলন ২৬ জুলাই নানছাং শহরে অনুষ্ঠিত হয়। এ বছর থেকে চীন টেলিযোগাযোগ গোষ্ঠী চিয়াংসি, চেচিয়াং, হুপেই প্রভৃতি প্রদেশে নতুন গ্রামের তথ্যায়নের কাজের পরীক্ষা শুরু করেছে।
চীন টেলিযোগাযোগ গোষ্ঠীর উপ-পরিচালক ইয়াংচিয়ে বলেছেন, চীন টেলিযোগাযোগের নতুন গ্রাম প্রতিষ্ঠার অর্থ হচ্ছে, গ্রামাঞ্চলে টেলিযোগাযোগের নেটওয়ার্কের ব্যবহার ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের সুবিধা ও বৈচিত্র্যময় বাস্তব তথ্য ব্যবহার করে চীনে, তথা বিশ্বের বাজারে প্রবেশ করার জন্যে ব্যাপকভাবে কৃষকদেরকে সাহায্য করা।
|