১ আগস্ট চীনের আবহাওয়া ব্যুরো অনুমান করছে যে, আগস্ট মাসে দুই বা তিন বার গ্রীষ্মমন্ডলীয় ঝড় বা টাইফুনের চীনের উপকূলবর্তী এলাকায় আঘাত হানার সম্ভাবনা আছে। চীনের আবহাওয়া ব্যুরো সংশ্লিষ্ট অঞ্চলের উদ্দেশ্যে টাইফুন প্রতিরোধের কাজ ভালভাবে করা, জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য সতর্কতা অবলম্বন করা।
চীনের আবহাওয়া ব্যুরো আরো জানিয়েছে , আগস্ট মাসে চীনের অধিকাংশ এলাকার বৃষ্টিপাত আগের তুলনায় আরো বেশি হতে পারে। কোন কোন অঞ্চলে বন্যাও হতে পারে।
চীন হচ্ছে পৃথিবীতে টাইফুনের প্রভাবাধীন দেশগুলোর মধ্যে অন্যতম। সম্প্রতি টাইফুন কায়মি আর প্রবল গ্রীষ্মমন্ডলীয় ঝড় "বিলিস" এর আঘাতে চীনের উপকূলবর্তী অঞ্চলে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে।
|