 ৩১শে জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৪টি ইচ্ছা ভোট এবং একটি অনিচ্ছা ভোটের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ১৬৯৬তম সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানকে ৩১ আগস্ট শেষ হওয়ার আগেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে এবং ইরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
এই সিদ্ধান্ত রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জোর দিয়ে বলা হয়েছে। সিদ্ধান্তে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জাতিসংঘস্থ চীনের স্থানীয় উপপ্রতিনিধি লিউ জেন মিন সিদ্ধান্ত গৃহীত হবার পর বলেছেন, নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক সমস্যা পর্যালোচনা করে দেখার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রের অবিস্তার ব্যবস্থাকে সুরক্ষা করা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ভূমিকাকে জোরদার করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের প্রয়াস চালানো।
|