চীনের রাষ্ট্রীয় পরিষদ প্রকাশিত " হুয়াংহো নদীর পানি বন্টন সংক্রান্ত আইনবিধি " ১ আগস্ট থেকে চালু হয়েছে। এটা চীনের প্রথম নদীর পানি বন্টন সংক্রান্ত আইন। যাতে হুয়াংহো নদীর পানিসম্পদ সরবরাহের ব্যাপারে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় ।
হুয়াংহো নদী হচ্ছে চীনের দ্বিতীয় বৃহত্তম নদী। এই নদীর পানি থেকে দেশের ১৫ শতাংশ আবাদী জমি ও ১২ শতাংশ জনগণের পানির চাহিদা পুরণ করা হয়ে থাকে। কিন্তু হুয়াংহো নদীর পানিসম্পদ দেশের চাহিদার তুলনায় ২ শতাংশ মাত্র। বর্তমানে হুয়াংহো নদীর পানি বেশী ব্যবহার করায় এই নদীর পানিসম্পদের ক্ষতির সম্ভাবনাও দেখা দিয়েছে।
|