চীনের তৃণভূমি বিষয়ক সমিতির ভাইস চেয়ারম্যান নান চি পিয়াও এই মত প্রকাশ করেছেন যে , তৃণভূমি বিষয়ক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ার মধ্যে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করা যাবে এবং এই তিনটি দেশের সহযোগিতা উন্নয়নের ব্যাপক ভবিষ্যত- সম্ভাবনাও রয়েছে ।
৩১ জুলাই উত্তর-পশ্চিম চীনের লান চৌ শহরে অনুষ্ঠিত চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় আন্তর্জাতিক তৃণভূমি বিষয়ক সেমিনারে নান চে পিয়াও বলেছেন , পৃথিবীতে চীন ১২টি দেশের মধ্যে এমন একটি দেশ , যে দেশ বৈচিত্রতার পাশাপাশি প্রাচুর্যময় প্রাণী ও উদ্ভিদ সম্পদে সমৃদ্ধ । জানা গেছে , গবাদি পশু পালন করার জন্য প্রাকৃতিক তৃণভূমি থেকে ৬ হাজার রকম উদ্ভিদ কাজে লাগানো যায় । তিনি বলেছেন , গবাদি পশু পালনের জন্য ব্যবহার্য তৃণভূমি গড়ে তোলার ব্যাপারে জাপান ও দক্ষিণ কোরিয়া সচেষ্ট রয়েছে । তৃণভূমি সম্পদের ক্ষেত্রে এখনও চীনের প্রাধান্য বিদ্যমান । সুতরাং উভয় ক্ষেত্রেই পরস্পরের সহযোগিতায় নিজেদের অভাব পূরণ করা সম্ভব ।
|