পেইচিং অলিম্পিক গেমস চলাকালে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ২০০৮ সালে দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনা সংক্রান্ত কাজ চলছে । মধ্য লাইন প্রকল্পের মাধ্যমে দক্ষিণ চীনের পানি পেইচিংয়ে আনা হবে ।
চীনের জলসেচ মন্ত্রণালয়ের কর্মকর্তা লি কুও ইন ১ আগস্ট পেইচিংয়ে এই কথা বলেছেন ।
পেইচিংসহ উত্তর চীনে পানির দারুণ অভাব বিরাজ করছে । পানি সাশ্রয় ব্যবস্থা পুরোপুরি বিবেচনা করার পরেও উত্তর চীনের পানি সম্পদের ক্ষেত্রে এখনো আর্থ-সামাজিক উন্নয়ন আর পরিবেশ সংরক্ষণের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না । সুতরাং চীন সরকার ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনা প্রকল্প নির্মাণ করার সিদ্ধান্ত নেয় ।
দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনা প্রকল্প পূর্ব, মধ্য ও পশ্চিম ৩টি লাইনের মাধ্যমে আনা হবে । এই প্রকল্প নির্মাণ করার জন্য ৫শো বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে । এর মধ্যে ইয়াং শি নদীর শাখা হান নদীর পানি মধ্য লাইনের মাধ্যমে পেইচিংয়ে আনা হবে ।
|