দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ১ আগস্ট ঘোষণা করেছে, দক্ষিণ ও উত্তর কোরিয়ার সৈন্যের মধ্যে ৩১ জুলাই সন্ধ্যায় দু'দেশের সামরিক সীমা-রেখার কাছাকাছি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দক্ষিণ কোরিয়ার কেউ হতাহত হয় নি। উত্তর কোরিয়ার হতাহত সৈনিকের সংখ্যা এখোনো জানা যায় নি।
নাম প্রকাশে অনুচ্ছুক দক্ষিণ কোরিয়ার একজন সামরিক কর্মকর্তা বলেছেন, গুলি বিনিময় ঘটনাটি ৩১ জুলাই সন্ধ্যার দিকে ঘটে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র বলেছে, আরো গুলি বিনিময়ের ঘটনাকে প্রতিরোধ করার ওপর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দু'দেশের সামরিক সীমা-রেখায় সতর্কতা জোরদার করছে এবং এই ঘটনার তদন্ত করেছে।
এ পর্যন্ত উত্তর কোরিয়ার সামরিক পক্ষ এই ঘটনার কথা স্বীকার করে নি।
|