১ জুলাই চীনের ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার পর রহস্যময় তিব্বত অঞ্চল উষ্ণ পর্যটন গন্তব্য স্থলে পরিণত হয়েছে। মাত্র এক মাসেই রেলগাড়িতে নিরাপদে প্রায় ১ লাখ ২০ হাজার যাত্রীকে তিব্বতে পাঠানো হয়েছে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর প্রাথমিক অনুমান অনুযায়ী , ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় চলতি বছরের দ্বিতীয়ার্ধে তিব্বতে যাওয়া যাত্রীদের সংখ্যা ২০ লাখে দাঁড়াবে। পুরো বছরে এই সংখ্যাটি ২৬ লাখ ছাড়িয়ে যাবে। তা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৪৪ শতাংশ বেশী হবে। এই বছর তিব্বতের পর্যটন শিল্পের আয় ২৮০ কোটি ইউয়ানে পৌঁছাবে, তা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৪৫ শতাংশের বেশি হবে।
ছিংহাই-তিব্বত রেলপথ হচ্ছে পৃথিবীতে সমুদ্রতল থেকে সর্বোচ্চ উচ্চতায় চালু রেলপথ। ১ জুলাই ছিংহাই-তিব্বত রেলপথের গর্মুজ থেকে লাসাগামী অংশ আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় তিব্বতের রেলগাড়ি না থাকার ইতিহাসের অবসান হয়েছে।
|