১। ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের সীমান্ত বন্ধু কুদ্রত উল্লাহ মন্ডল স্মৃতি লিসনার্স ক্লাবের সভাপতি নেয়ামুল হক মন্ডল রসনা বিলাস নিয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, রসনা বিলাস অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভাল লাগে। গত অনুষ্ঠানটিতে কাচামরিচের সস ও লাল মরিচের সস রান্না করার যে রেসিপি প্রচারিত হয়েছে, তা শুনে আমি উক্ত সস দুটি তৈরী করে খুবই খুশী হয়েছি। এই অনুষ্ঠানটি শুধু মহিলাদেরই কাজে আসে তা নয়, ক্লাব সদস্যদের সাথে আলাপ করে জানতে পারলাম , ক্লাবের অনেক পুরুষ সদস্যও নিয়মিত রসনা বিলাস শ্রবণ করে অনেক মুখরোচক খাদ্য তৈরী করে থাকেন। কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ রসনা বিলাস অনুষ্ঠানটি কোন দিন যেন বন্ধ না করা হয়।
বন্ধু নেয়ামুল হক মন্ডলের কাছে দুঃখ প্রকাশ করছি। যদিও আমরা জানি আপনার মতো অনেক শ্রোতা রসনা বিলাস পছন্দ করেন। তবে মহিউদ্দিন তাহের এবং রাশিদা তাহের সি আর আই ত্যাগ করার পর এই অনুষ্ঠান সম্পাদনা করার জন্য আমাদের একটু সমস্যা হয়ে পড়েছে। সেই জন্য নতুন অনুষ্ঠানসূচিতে তা রাখা যায় নি। এর পরিবর্তে ছাও ইয়ান হুয়ার পরিবেশিত "কিছু জেনে নেই" আসরে আপনার কেবল রান্নার পদ্ধতি কেন, জীবনযাপনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত নানা ধরনের জ্ঞান লাভ করতে পারবেন। আশা করি, আপনারা তাও পছন্দ করবেন।
২। নাটোর জেলার গড়মাটির ইন্টারন্যাশনাল রেডিও এন্ড টিভি ডিএক্স ক্লাবের প্রেসিডেন্ট মোঃ সুলাইমান মল্লিক মাসিক কুইজ প্রতিযোগিতা সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আপনারা যে মাসিক কুইজ প্রতিযোগিতা দেন তা অত্যন্ত কঠিন। এতে আমাদের ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করতে পারে না। সবার আগ্রহ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা । আশা করি ভবিষ্যতে সহজ কুইজ দিবেন। যেমন রেডিও ডয়েচে ভেলে সহজ সহজ কুইজ দেয় সেখানে ৮/১০ হাজার অংশগ্রহণ করে। আপনারা যদি সহজ কুইজ দেন তাহলে আপনাদের এখানেও প্রত্যেক মাসে ৮/১০ হাজার প্রতিযোগী অংশ করবে। আমার মনে হয়, একটা করে প্রশ্ন দিলে সবচাইতে ভালো হয়।
বন্ধু মোঃ সুলাইমান মল্লিকের প্রস্তাব আমরা বিবেচনা করবো। আমিও চাই না, আমাদের কঠিন কঠিন প্রশ্নের জন্য শ্রোতাদের মাথাব্যথা হয়।
৩। মাসিক কুইজ প্রতিযোগিতা সম্পর্কে ব্রাহ্মবাড়িয়া জেলার ছিওরিয়ার সি আর আই ফ্যান ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল হক লিখেছেন, দীর্ঘ এক বছর পর গত ৩ মার্চ পুরস্কার হাতে পেলাম। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে এত দীর্ঘ দিন পর পুরস্কার দিলে আগ্রহ অনেকটা হ্রাস পায়। আশা করি এ দিকগুলো একটু বিবেচনা করবেন। আশা করি, আপনাদের মাসিক কুইজ প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা এতে অংশ গ্রহণ করতে পারবো।
চিঠি দেয়ার জন্য বন্ধু মোঃ মাজহারুল হককে ধন্যবাদ জানাই। আমি কথা দিচ্ছি, মাসিক কুইজ প্রতিযোগিতা চলতে থাকবে, অন্যান্য বড় আকারের প্রতিযোগিতার আয়োজন হলেও এর ওপর প্রভাব পড়বে না। ঠিক আছে?
৪। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের কৃষ্ণপুর হেলাচী গ্রামের মোঃ শামীম উদ্দিন শ্যামল লিখেছেন, "অন্তরঙ্গ আলাপনে" যেমন চীনে ভ্রমনরত বাংলাদেশী কিংবা ভারতীদের সাক্ষাত্কার গ্রহণ করা হয় , ঠিক তেমনি বাংলাদেশে ভ্রমনরত চীনাদের সাক্ষাত্কার গ্রহণ করলে উক্ত অনুষ্ঠানটির শ্রী বৃদ্ধি পাবে। যেমন আমরা বাংলাদেশীদের চোখে চীন দেশ কেমন জানতে পারছি, তেমনি চীনাদের চোখে বাংলাদেশ কেমন জানতে পারবো।
আমার মনে হয় মোঃ শামীম উদ্দিন শ্যামল ভালো প্রস্তাব করেছেন। ভবিষ্যতে আমরা এ দিকে গুরুত্ব দেবো।
৫। অবশেষে শুনুন ঝিনাইদহ জেলার শৈলমারী বাজারের সাকসেস রেডিও ক্লাবের প্রেসিডেন্ট এস এম মিলন ইকবালের চিঠির সারাংশ। তিনি লিখেছেন, সি আর আইকে আবিষ্কার আমার জীবনের সব থেকে বড় সাফল্য। সি আর আইকে পেয়ে আমি যেন পেয়েছি আমার জীবন। সি আর আই হচ্ছে আমার সকল পাওয়ার শ্রেষ্ঠ পাওয়া। প্রতিদিন আমি বসে যাই সি আর আই এর সুরেলা সুরকে শোনার জন্য রেডিও নিয়ে। এক সময় চীনাদের কন্ঠে বাংলা কথা শুনে আমার মন প্রাণ শীতল হয়। চীনাদের কন্ঠে বাংলা কথা সত্যিই আমার মনকে আন্দোলিত করেছে। আমি আশা করি সি আর আই বাঙালিদের মনের খোরাক জোগাবে এভাবে সহস্র বছর ধরে। আজ আমার মনের কথা সি আর আইকে জানাতে পেরে সত্যিই নিজেকে গর্বিত মনে করছি।
বন্ধু এস এম মিলন ইকবাল আমাদের বেতারকে এমন ভূয়সী প্রশংসা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আমরা জানি, আমাদের আরো অনেক দুর্বল দিক আছে, ভবিষ্যতে সি আর আই এর বাংলা অনুষ্ঠানের মান উন্নয়নের জন্য আমরা আরো নিরসল প্রচেষ্টা চালাবো।
|