**মধ্য চীনের সাংস্কৃতিক মেলা হু হানে অনুষ্ঠিত হবে
তিন দিন ব্যাপী মধ্য চীনের প্রথম সাংস্কৃতিক মেলা ২৭ অক্টোবর হুপেই প্রদেশের রাজধানী উ হানে অনুষ্ঠিত হবে । চীনের সংস্কৃতি মন্ত্রণালয়, চীনের বেতার ও টেলিভিশন ব্যুরো , চীনের তথ্য ও প্রকাশনা প্রশাসন আর সানসি , হোনান , আনহুই , চিয়াং সি , হু নান ও হুপেই প্রদেশের যৌথ উদ্যোগে এই মেলা আয়োজন করা হবে । প্রতি দু বছর পর পর এই মেলা অনুষ্ঠিত হবে । বর্তমান মেলার প্রধান বিষয় হলো মধ্য চীনের সাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রদর্শন করা । মেলায় মধ্য চীনের নতুন সংস্কৃতি দেখানো হবে এবং বৈশিষ্ট্যময় সংস্কৃতি সম্পর্কিত শিল্প প্রচার করা ।
জানা গেছে , এই মেলায় ছয়টি প্রদেশের ঐতিহ্যিক লোকসংস্কৃতি প্রদর্শনী ও আন্তর্জাতিক আক্রবেটিক্স দিবস আয়োজিত হবে । তা ছাড়া সংস্কৃতি সংক্রান্তে সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আর রাশিয়ার সঙ্গে সাংস্কৃতিক আদান-প্রদানের কর্মসূচী নেয়া হবে ।
**রাশিয়ার শিল্পীরা হারবিনের গ্রীষ্মকালীন সংগীতানুষ্ঠানে অংশ নেবেন
২৪তম হারবিনের গ্রীষ্মকালীন সংগীতানুষ্ঠান ৬ আগষ্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত উত্তর চীনের হারবিন শহরে অনুষ্ঠিত হবে । রাশিয়ার শিল্পীরা এই সংগীতানুষ্ঠানে অংশ নেবেন ।
সংগীতানুষ্ঠান চলাকালে বিরাটাকার নৃত্যসংগীত অনুষ্ঠান , গীতিনাটক অনুষ্ঠান, জাতীয় সংগীত প্রতিযোগিতা আর কোরিয় জাতির সংগীত প্রতিযোগিতা আয়োজন করা হবে ।
১৯৬১ সালে হারবিনের প্রথম গ্রীষ্মকালীন সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় । চীনের সংগীতবিদ ও সংগীত অনুরাগীরা সোত্সাহে এই সংগীতানুষ্ঠানে অংশ নেন । ১৯৯৬ সাল থেকে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও হারবিস সরকার মিলিতভাবে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করে ।
**থানসান ভূমিকম্পে নিহতদের স্মৃতির জন্য এক শ' মিটার লম্বা একটি ছবি আঁকা হয়েছে
৩০ বছর আগের থানসান ভূমিকম্পে নিহতদের স্মৃতির জন্য তৈরী করা এক শ' মিটার লম্বা একটি চিত্রকর্ম সম্প্রতি সম্পন্ন হয়েছে । জানা গেছে , এই চিত্রের চারজন চিত্রশিল্পীর গড়পড়তা বয়স ৬৫ বছর । ছবিতে পাঁচ শ'টি মানুষ আছে , এতে ভূমিকম্পের পর ত্রাণ কাজ আর অধিবাসীদের পুনর্বাসনের দৃশ্য চিত্রিত হয়েছে ।
থানসান পেইচিংয়ের দেড় শ' কিলোমিটার পূর্বে অবস্থিত । ১৯৭৬ সালের ২৮ জুলাই ঘটিত প্রবল ভূমিকম্পে মোট ২.৪ লাখ লোক নিহত আর ১.৬ লাখ লোক আহত হয়েছিল । গত চার শ' বছরের বিশ্বভূমিকম্প ইতিহাসে থানসান ভূমিকম্প হলো সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়।
|