নেপালের মন্ত্রীসভা ৩১ জুলাই প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কোইরালার বাসায় সম্মেলন আয়োজন করে বর্তমান রাজত্বের উত্তরাধিকারী আইন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে । আলোচনা ও অনুমোদনের জন্য এই সংশোধিত আইন সংসদে পেশ করা হবে ।
বর্তমানে নেপালের আইন অনুযায়ী শুধু রাজার প্রথম ছেলে রাজত্বের উত্তরাধিকারী হতে পারেন । সংশোধিত আইনে বলা হয়েছে , এর পর রাজার প্রথম সন্তানই রাজত্বের উত্তরাধিকারী হতে পারবেন অর্থাত্ রাজকুমারীও উত্তরাধিকারী হতে পারবেন । এর পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি বিশেষ কমিশন রাজার উত্তরাধিকারী নির্ধারণ করবে এবং সংসদ এর অনুমোদন দেবে ।
মন্ত্রীসভার সম্মেলনে রাজকীয় ভর্তুকী পাওয়া রাজপরিবারের সদস্যের সংখ্যা বিরাট মাত্রায় কমানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে । নতুন আইন অনুযায়ী এরপরে শুধু রাজা , রানী , যুবরাজ ও তাঁর স্ত্রী রাজকীয় ভর্তুকী ভোগ করতে পারবেন ।
|