v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-31 20:53:00    
মার্কিন প্রাথমিক বিদ্যালয় চীনা ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেয়

cri
    মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উপকন্ঠের একটি সাজানো বাগানের মতোই প্রাথমিক বিদ্যালয় নতুন পদ্ধতিতে চীনা ভাষা শিক্ষার জন্য বিখ্যাত হয়ে উঠেছে।

    সংবাদদাতা সূত্রে জানা গেছে, এই প্রাথমিক বিদ্যালয় বিদেশী ভাষা পড়ানোর অন্যান্য বিদ্যালয়ের তুলনায় কেবল চীনা ভাষা পড়ায় তা নয়, বরং এখানে চীনা ভাষার মাধ্যমে গণিতবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ইত্যাদি কোর্সও পড়ানো হয়। শিশুরা সহজেই নতুন ভাষা শিখতে পারে। এই বৈশিষ্ট্য অনুযায়ী, এই প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বারবার অনুশীলন করার মাধ্যমে চীনা ভাষা পড়ানো হয়, যাতে তারা চীনা ভাষার পরিবেশে প্রবেশ করতে পারে। তবে বর্তমানে শিক্ষকের সংখ্যা কম, তাই এই বিদ্যালয়ে শুধু শিশুদের চীনা ভাষা পড়ানোর ব্যবস্থা আছে। পরবর্তী পাঁচ বছরে এসব শিশু বিদ্যালয়ে চীনা ভাষা জুনিয়ার কোর্সে লেখাপড়া করবে। তারা এই বিদ্যালয় থেকে স্নাতক হবার পর হার্বার্ট হুভের মাধ্যমিক স্কুলে অব্যাহতভাবে চীনা ভাষা শিখতে পারে।

    জানা গেছে, এই প্রাথমিক বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষার কোর্স করার লক্ষ্য এই যে, চীনা ভাষা পড়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশ, বিশেষ করে চীনের সংস্কৃতি সম্পর্কে বেশি জানতে পারবে, যাতে ছাত্রছাত্রীদের মাঝে স্বাধীনভাবে চিন্তা করার শক্তি ও গবেষণার আগ্রহ বাড়ানো যায়।

    সাম্প্রতিক বছরগুলোতে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আদানপ্রদান ধাপে ধাপে বেড়েছে এবং চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তি ক্রমে ক্রমে উন্নত হয়েছে। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বাবা ও মাই আশা করেন, তাঁদের ছেলেমেয়েরা চীনা ভাষা পড়ার মাধ্যমে চীনকে আরো বেশি জানতে পারবে। এই প্রাথমিক বিদ্যালয় আমাদের কাছে ২০০২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রত্রিকার একটি প্রবন্ধের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ২০০৫ সাল পর্যন্ত চীনের বাণিজ্যিক রপ্তানির মূল্য বিশ্বের মোট মূল্যের ৬.৮ শতাংশ হবে। এই সংখ্যা হচ্ছে চীনের ১৯৯৫ সালে বাণিজ্যিক রপ্তানির মূল্যের দ্বিগুণ। একই সময়ে চীনের বাণিজ্যিক আমদানির মূল্য বিশ্বের মোট মূল্যের ৬.৬ শতাংশ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি এই বিরাট চাহিদা মেটানোর জন্য নতুন কারখানা আর অফিস স্থাপন এবং সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে চীনে পুঁজি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। এই প্রবন্ধ সূত্রে জানা গেছে, চীন বিশ্বের বিভিন্ন দেশের জন্য এক বিরাট ও দীর্ঘকালীণ সুযোগ এনে দিয়েছে। বর্তমানে প্রত্যেক আন্তঃদেশীয় কোম্পানি চীনে পুঁজি বিনিয়োগ করতে চায়।

    উল্লেখ্য, মার্কিন শিক্ষা বিভাগ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ চীনা ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেয়। একজন ছাত্রের বাবা বলেছেন, চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে অনেক মার্কিন তরুণ-তরুণী চীনে কাজ করার আশা প্রকাশ করেছে। তাই চীনা ভাষা পড়ার গুরুত্ব বেড়ে গেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক স্কুলে চীনা ভাষা শেখার দারণ হিড়িক পড়েছে।

    বাগানের মতো উপরোক্ত প্রাথমিক বিদ্যালয়ে সংবাদদাতা একজন ছয় বছর বয়সী মেয়ের সাক্ষাত্কার নেয়ার সময়ে অত্যন্ত বিস্মিত বোধ করেন। কারণ এই মেয়ে চীনা ভাষায় আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে। এতে দেখা যাচ্ছে , এই বাগান প্রাথমিক বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষায় বেশ কিছু সাফল্য অর্জিত হয়েছে।

    তাইওয়ান থেকে আসা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিস চাং সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, মার্কিন শিশুদের চীনা শব্দের অর্থ যথাশীঘ্র বুঝিয়ে দেয়ার জন্য ক্লাসে শিক্ষক হাতের ভংগি দিয়ে ব্যাখ্যা করা ছাড়াও, রিয়েলিস্টিক বা সুনির্দিষ্ট জিনিস দেখিয়ে ছাত্রছাত্রীদের জন্য শব্দের অর্থ বুঝানোর চেষ্টা করেন। এই পদ্ধতিতে ক্লাসের পরিবেশ স্ফূর্তিপূর্ণ থাকে। ছাত্রছাত্রীরা চীনা ভাষা শিখতে পছন্দ করে। এই প্রাথমিক বিদ্যালয় মনে করে, ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বজায় রাখা এবং বাড়ানো হচ্ছে চীনা ভাষা শেখার গুরুত্বপূর্ণ শর্ত।