ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আমির পেরেজ ৩১ জুলাই এই মত প্রকাশ করেছেন যে , দক্ষিণ লেবাননের ওপর ইসরাইলী বাহিনীর স্থল হামলা আরো বিস্তৃত হবে ।
তিনি একই দিন সংসদের একটি বিশেষ অধিবেশনে বলেছেন , বর্তমান পরিপ্রেক্ষিতে ইসরাইল আর লেবাননের মধ্যে বিনা শর্তে যুদ্ধ বিরতি পালন করার কোন সম্ভাবনা নেই । ইসরাইল যে মানবিক কার্যকলাপ অবলম্বন করছে , তা ইসরাইলী বাহিনীর লক্ষ্য বাস্তবায়নে প্রভাবিত করতে পারবে না । তিনি আরো বলেছেন , ইসরাইলী বাহিনী লেবাননের হিজবুল্লাহ-'র দূর পাল্লা রকেট নিক্ষেপের ক্ষমতার উপর ব্যাপক আঘাত হেনেছে ।
|