v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-31 20:48:55    
পরবর্তী অনুষ্ঠানমালা--- ২০০৬/৭/৩০

cri

 ২৯ জুলাই আপনাদের পুরনো বন্ধু, বাংলা বিভাগের বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের বিমান যোগে স্বদেশে ফিরে গেছেন। বিদায় নেয়ার জন্য আমাদের বিভাগের সকল কর্মচারীদের মন খারাপ । গত ২৯ জুলাই তাহেরের জন্য প্রচারিত ৩০ মিনিটের অনুষ্ঠানটি শুনে আপনাদের কেমন লাগলো? তাহের শুধু তাঁর চীনা সহকর্মীদের কাছে নয়, বরং ব্যাপক শ্রোতাদের কাছেও গভীর স্মৃতি কথা রেখে গেছেন। শ্রোতাবন্ধুদের যদি কোন বিশেষ কথা তাঁকে জানাতে চান, আমাদের চিঠি লিখতে পারেন, আমরা তাঁর হাতে পৌঁছে দেবো।

 বন্ধুরা, এবার আমি নতুন অনুষ্ঠান নিয়ে কথা বলি।

 চলমান আমি আর সি আর আই শিরোনামে একটি জ্ঞান যাচাই প্রতিযোগিতা শুরু হয়েছে মাত্র দু'এক মাস হলো। আপনাদের এই প্রতিযোগিতায় প্রশ্নের উত্তর দেয়ার সুবিধার জন্য প্রতিযোগিতার ধারাবাহিক প্রতিবেদনগুলো আগামী সপ্তাহের শনিবার থেকে আরেকবার প্রচারিত হবে। যদি এর আগে কেউ প্রতিযোগিতার প্রশ্ন বা উত্তর শুনতে পারেন নি, এবার মনোযোগ সহকারে শুনুন। এই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নেবেন।

 ১ আগস্ট মঙ্গলবারে প্রচারিত আলোকিত ব্যক্তিত্ব আসরে ইয়াং ওয়েন মিং বিখ্যাত বিদেশী-চীনা চলচ্চিত্র শিল্পী লু ইয়েন সম্বন্ধে পরিচয় দেবেন। লু ইয়েন হচ্ছেন মার্কিন অস্কার পুরস্কারের বিচারক কমিটির একমাত্র প্রাচ্য দেশের সদস্যা। ৭৯ বছর বয়স্ক লু ইয়েন এখনও দেখতে সুন্দর। তিনি বলেছেন, "আমি আশা করি, আমি চীন ও যুক্তরাষ্ট্রের সংস্কৃতির মধ্যে সেতুর ভুমিকা পালন করতে পারবো। আমি চীনের সংস্কৃতি পশ্চিমা দেশগুলোতে প্রচার করতে চাই। আমি আশা করি, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছায়াছবি তৈরীর ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে দুটি দেশের সমঝোতা বাড়বে। "

 বন্ধুরা, প্রতিবেশী শব্দটি উল্লেখ করলে বহু চীনার মনে স্নেহ মমতা জেগে ওঠে। কেন না, চীনের রেওয়াজ অনুসারে প্রতিবেশীদের সম্পর্ক সর্বদাই একটি অত্যন্ত নিবিড় সম্পর্ক। এমন কি কোনো কোনো ক্ষেত্রে এই সম্পর্ককে নিজেদের আপনজনের সম্পর্কের সাথে তুলনা করা যায়। সাত বছর আগে উত্তর চীনের উপকূলীয় থিয়ান চিন শহরের একটি পাড়া সর্বপ্রথমে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রতিবেশী উত্সব পালন করতে শুরু করে। এখন চীনের ডজন খানেক শহরে প্রতিবেশী উত্সব পালন করা হচ্ছে। ২ আগস্ট বুধবারে চীনের জীবন আসরে প্রতিবেশী উত্সব সম্বন্ধে শি চিং উ আপনাদের কিছু বলবেন।

 ৩ আগস্ট বৃহস্পতিবারে আমাদের অর্থনীতি আসরে লি ইউয়ান শান সাহেব আপনাদের চীন সরকার পানি-সাশ্রয়ী সমাজ গঠন সম্পর্কিত ব্যবস্থাগুলো জানিয়ে দেবেন।

 চীনের রাজকীয় প্রাদাস হচ্ছে চীনের সর্বশেষ দুটি রাজবংশ ছিং আর মিং রাজবংশের প্রাসাদ। সেখানে আছে সুমহা পুরাতন স্থাপত্যের সংগ্রহশালা , আরও আছে লক্ষ লক্ষ মূল্যবান পূরার্কীতি। ৩ আগস্ট বৃহস্পতিবারে চিয়াং চিন ছেং চলুন বেড়িয়ে আসি আসরে এই প্রাসাদের একটি বিশেষ উদ্যান---রত্ন ভবনে বেড়াতে নিয়ে যাবেন।

 মুনাওচুংকোর হচ্ছে চিং ফু ভাষা, এর অর্থ সকলের নৃত্য মেলা। যখন প্রাচুর্যময় ফসল পাওয়া যায়, ঐতিহ্যিক উত্সব পালিত হয় আর বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়, তখন চিং ফু জাতির গ্রামের মুনাওচুংকো অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট শনিবারে থাং ইয়াও খাং সাহেব আপনাদের এই আনন্দময় অনুষ্ঠানে নিয়ে যাবেন।

 এছাড়া প্রতিদিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান।

 বন্ধুরা আগামী সপ্তাহের অনুষ্ঠানমালার পরিচয় এ পর্যন্তই। আশা করি, অনুষ্ঠানগুলো আপনাদের পছন্দ হবে। এই সকল অনুষ্ঠান শুনার জন্য আগে থেকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।