সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , এ বছর থেকে চীনের কয়েকটি অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়েছে । এ পর্যন্ত হুনান , ফু চিয়ান , কুয়াং তুংসহ ৭টি গুরুতর দুর্যোগ কবলিত অঞ্চলে ত্রাণ কর্ম চালাবার জন্য চীনের কৃষি মন্ত্রণালয় সাড়ে ৪ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । এখন দুর্গত অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রীর সরবরাহ ও পরিবহনের কাজ সুষ্ঠুভাবে চলছে ।
কৃষি মন্ত্রণালয় এই মত প্রকাশ করেছে যে , বন্যা ও খরা প্রতিরোধ ও হ্রাস বিষয়ক ব্যবস্থা আরো জোরদার হবে । সে জন্য দুর্যোগ বিষয়ক তথ্য যথাসময়ে প্রকাশের ব্যবস্থাকে আরো পূর্ণাঙ্গ করে তোলা হবে এবং টেলিভিশনে নিয়মিতভাবে দুর্যোগ ও আবহাওয়া বিষয়ক পূর্বাভাস প্রচার করা হবে ।
এর আগে কায়মী নামক টাইফুনের আঘাতে চীনের আন হুই , ফু চিয়ান , চিয়াং শি , হু নান ও কুয়াং তুং প্রদেশে প্রায় ৮০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে । ফলে ২৮জন নিহত এবং ১০ লাখ লোককে জরুরীভাবে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে ।
|