এ বছরের প্রথমার্ধে চীনে বিদ্যুত্ সরবরাহের অভাব অব্যাহতভাবে কমে গেছে । এবছরের জুন মাসে চীনে শুধু ৪টি প্রদেশে বিদ্যুত্ সরবরাহের অভাব দেখা দিয়েছে ।
চীনের বিদ্যুত্ শিল্প প্রতিষ্ঠান ফেডারেশনের মহাবচিব ওয়াং ইয়ুন কান বলেছেন , এ বছরের প্রথমার্ধে চীনে নতুন চালু হওয়া বিদ্যুত্ কেন্দ্রের উত্পাদন ক্ষমতা ৩.২ কোটি কিলোওয়াট ঘন্টায় পৌঁছেছে । ফলে বিদ্যুত্ সরবরাহের ক্ষমতা লক্ষণীয়ভাবে বেড়ে গেছে ।
জানা গেছে , ২০০২ সালের জুন মাস থেকে চীনে বিদ্যুত্ সরবরাহের অভাব দেখা দিয়েছিল । বিদ্যুতের সরবরাহ ও চাহিদার বিরোধ নিরসন করার জন্য চীনে বিদ্যুত সরবরাহ প্রকল্পের নির্মাণকাজ দ্রুততর হয়েছে । গত ৪ বছরে চীনে বিদ্যুতের উত্পাদন পরিমাণের বৃদ্ধি হার দশ শতাংশেরও বেশী বেড়েছে । এ পর্যন্ত চীনে বিদ্যুত্ উত্পাদনের ক্ষমতা ৫০ কোটি কিলোওয়াট ঘন্টায় পৌঁছেছে ।
|