ইস্রাইলী আইন মন্ত্রী হাইম রামোন ৩১ জুলাই জেরুজালেমে বলেছেন, বিমান হামলা ৪৮ ঘন্টার জন্য অস্থায়ীভাবে বন্ধ করার অর্থ ইস্রাইল লেবাননের হিজবুল্লাহ সংগঠনের সশস্ত্র শক্তির ওপর আঘাত হানার অবসান হয়েছে তা নয়।
ইস্রাইলী বাহিনীর বেতারে রামোন বলেছেন, অস্থায়ীভাবে বিমান হামলা বন্ধ করা এর অর্থ যুদ্ধ শেষ হয়েছে তা নয়। তবে এই সিদ্ধান্ত ইস্রাইলের যুদ্ধ জয় এবং আন্তর্জাতিক চাপ কমানোর জন্য সহায়ক হবে। তিনি আরো বলেছেন, এখন যুদ্ধবিরতি মানে হিজবুল্লাহ সংগঠন এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিজয়।
রামোন হচ্ছেন ইস্রাইলের নিরাপত্তা মন্ত্রীসভার সদস্য। তাঁকে ইস্রাইলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত লোক হিসেবে মনে করা হয়।
একই দিন ইস্রাইলের অভিবাসী মন্ত্রী জেয়েভ বোইমও বলেছেন, বিমান হামলা বন্ধ করার অর্থ এই মূহুর্তে অস্থায়ী এবং সীমিত ব্যবস্থা মাত্র।
|