আগামী ৫ বছরে তিব্বতে ৩০ কোটি ইউয়ান রেনমিনপি ব্যয় করে সীমান্ত এলাকার জেলা ও গ্রামের ২৫ হাজারটি কৃষি ও পশুপালকের পরিবারের বাসভবন পরিবর্তন করে তাদের নিরাপদ ও আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা হবে ।
৩১ জুলাই তিব্বত শ্বায়ত্তশাসিত অঞ্চলের জাতীয় ধর্মীয় কমিটির কর্মকর্তা লাসাতে অনুষ্ঠিত একটি সম্মেলনে বলেছেন, আগামী ৫ বছরে তিব্বত রাষ্ট্রীয় জাতীয় বিষয়ক কমিটি বিভিন্ন বিভাগ থেকে গ্রহণ করা ৩০ কোটি ইউয়ান পুঁজি ব্যবহার করে সীমান্ত এলাকার লোকদের বসবাসের অবস্থা পরিবর্তন করবে ।
তিব্বতের সীমান্ত জেলা মোট ২১টি, সেখানে লোকজনের মোট সংখ্যা ৩ লাখ ৬০হাজারের বেশি । গত ৫ বছরে চীন সরকার তিব্বতের ২১টি জেলায় ১০ কোটিরও বেশি পুঁজি দিয়ে সীমান্ত এলাকা ও তিব্বতের লোকসংখ্যা কম এলাকায় স্কুল, হাসপাতাল, খাল ও গ্রামীণ রাস্তা নির্মাণ করেছে । যাতে সীমান্ত এলাকার জনগণের জীবনযাত্রার অবস্থা কিছুটা হলেও পরিবর্তন করা যায় ।
|