৩১ জুলাই ন্যাটোবাহিনী আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে দক্ষিণাঞ্চলের নিরাপত্তা বিষয়ক সামরিক কর্মকান্ড পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ।
ন্যাটোরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য বাহিনী একইদিন বিবৃতিতে বলেছে, ন্যাটোর পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর, আফগানিস্তানে যৌথবাহিনী অব্যাহতভাবে আফগানিস্তানের নিরাপত্তা, পুনর্গঠন কাজ ও মানবিক সাহায্যের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।
জানা গেছে, পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার পর, আফগানিস্তানে ন্যাটোর সেনাবাহিনীর সংখ্যা ১৮ হাজার-এ দাঁড়াবে । এবছরের শেষ দিকে, ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য বাহিনী তাদের নিরাপত্তা বিষয়ক কাজ আফগানিস্তানের পূর্বাঞ্চলে সম্প্রসারণ করবে, যাতে আফগানিস্তানের সব নিরাপত্তা বিষয়ক কাজ চালানো করা যায়।
|