চীনের চিয়াং সু প্রদেশের শে ইয়াং রাসায়নিক শিল্প কারখানার বিস্ফোরণে সৃষ্ট ধ্বংসস্তুপ পরিষ্কার করার কাজ এখন ভালভাবে চলছে , ৩০ জুলাই বিকাল পর্যন্ত, বিস্ফোরণ স্থলে থেকে মোট চারটি রাসায়নিক বস্তু সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর অবস্থা এখন স্বাভাবিক হয়ে আসছে।
জানা গেছে, দুর্ঘটনা সমাধান বিষয়ক বিভাগ পরিষ্কার করার কাজ অব্যাহতভাবে রাখবে এবং দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে আরো তদন্ত চালাবে।
পরিবেশ সংরক্ষণ বিভাগের পর্যবেক্ষণে এই শিল্পপ্রতিষ্ঠানের জলসম্পদ ও হ্যাওয়ার পরিমাণ রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী সঙ্গতিপূর্ণ ছিল।
২৮ জুলাই সকালে এই রাসায়নিক শিল্প কারখানায় উত্পাদন সংক্রান্ত পরীক্ষা করার সময় তীব্র বিস্ফোরণ ঘটে। পর পরই আরো কয়েকটি বিস্ফোরণ ঘটে, এতে ২২ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে।
|