৩০ জুলাই ভোরে ইসরাইলী বিমান বাহিনী দক্ষিণ লেবাননের কানা গ্রামের ওপর বোমাবর্ষণ করেছে , এতে অনেক নিরিহ মানুষ হতাহত হয়েছে । আন্তর্জাতিক সম্প্রদায় একইদিন ইসরাইলী বাহিনীর এই হামলার নিন্দা করেছে । অন্য খবরে জানা গেছে , ৩১ জুলাই ভোরে ইরসরাইল বলেছে যে ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ লেবাননের ওপর হামলা চালাবে না , যাতে কানা ঘটনা তদন্ত করা যায় এবং দক্ষিণ লেবাননে মানবতাবাদী ত্রাণ সামগ্রী পাঠানোর সুবিধা হয় ।
একইদিন জাদিসংঘ নিরাপত্তা পরিষদ লেবাননের পরিস্থিতি নিয়ে একটি জরুরী সম্মেলন আয়োজন করেছে । সম্মেলনে প্রকাশিত একটি চেয়ারম্যান বিবৃতিতে কানা ঘটনার জন্য অত্যন্ত শোক প্রকাশ করেছে , তবে ইসরাইল ও লেবাননের কাছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হয় নি । আনান সম্মেলনে ইসরাইলী বাহিনীর হামলার তীব্র নিন্দা করেছেন এবং দু'পক্ষের কাছে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও বলেছেন , চীন ইসরাইলী বাহিনীর বোমাবর্ষণের তীব্র নিন্দা করে । আরো গুরুতর ক্ষতি এড়ানোর জন্য চীন সংঘর্ষের দু'পক্ষের কাছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে ।
ইইউ কমিশনের কূটনৈতিক সম্পর্ক ও ইউরোপের সহাবস্থান নীতি বিষয়ক সদস্য ভাল্ডনারও ইসরাইল ও লেবানের প্রতি হিংসাত্মক তত্পরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ।
আরব লীগের মহাসচিব আমুর মুসা আরব দেশের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সর্ব প্রয়াসে লেবাননকে সমর্থন করা এবং লেবাননী জরগণকে জরুরী মানবতাবাদী সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন । তিনি কানা ঘটনা নিয়ে উন্মুক্ত আন্তর্জাতিক তদন্ত করার আহ্বানও জানিয়েছেন ।
মার্কিন প্রেসিডেন্ট বুশ ৩০ জুলাই লেবাননের নিরিহ মানুষের নিহতের জন্য শোক প্রকাশ করেন এবং আবার ঘোষণা করেছেন যে , যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে মধ্য-প্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন করবে ।
৩০ জুলাই ভোরে ইসরাইলী বাহিনী দক্ষিণ লেবাননের কানা গ্রামের ওপর বোমাবর্ষণ করেছে , এতে ৩৭ জন শিশু সহ কমপক্ষে ৫৪ জন নিরিহ মানুষ নিহত হয়েছে । লেবানন সরকার এর তীব্র নিন্দা করেছে । ইসরাইল সরকার এর পর লেবাননের নিরিহ মানুষের নিহত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এই ঘটনার তদন্ত করবে ।
|