v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-31 10:55:44    
২৫--৩১ জুলাই, ২০০৬

cri
চীনের থাংশান শহরে ভূমিকম্পের ৩০ তম বার্ষিকী পালিত হয়

২৮ জুলাই চীনের থাংশান শহরের ভয়াবহ ভূমিকম্পের ৩০তম বার্ষিকী । এ উপলক্ষে থাংশান শহরে ধারাবাহিক কিছু উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই দিন থাংশানে ভূমিকম্প প্রতিরোধের ৩০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান আয়োজিত হয় । চীনা কমিউনিস্ট পার্টির থাংশান কমিটির সম্পাদক চাংহো উদযাপনী অনুষ্ঠানে বলেছেন , ৩০ বছর ধরে থাংশান শহরাঞ্চলের যে ২০০ বর্গকিলোমিটার আয়তনের পুনর্নিমাণ করা হয়েছে তা ভূমিকম্পের আগেকার তুলনায় তিনগুণ । থাংশান শহরের ক্ষমতা অনবরতভাবে পরিপূর্ণ হচ্ছে , গ্যাস ও সড়কপথের জনপ্রিয়তা, সবুজায়ন প্রভৃতি নানা ক্ষেত্রের গুণগতমান দেশের একই আয়তন বিশিষ্টশহরের সমমানে পৌঁছেছে ।

চীনে বন্যা প্রতিরোধ ও ত্রাণ কর্ম পুরোদমে চলছে

চীনের উপপ্রধান মন্ত্রী , রাষ্ট্রীয় দুর্যোগ হ্রাস কমিশনের চেয়ারম্যান হুই লিয়াং ইয়্যু সম্প্রতি বিভিন্ন অঞ্চলের ওপর সুষ্ঠুভাবে বন্যা প্রতিরোধ আর ত্রাণ কর্ম চালাবার নির্দেশ দিয়েছেন ।

২৮ জুলাই পর্যন্ত 'কেমে' নামক টাইফুনের আঘাতে চীনের আনহুই , ফুচিয়ান , চিয়াংশি , হুনান ও কুয়াংতুং প্রদেশে প্রায় ৮০ লক্ষ লোক দুর্গত হয়েছেন । এদের মধ্যে ২৮জন নিহত , ৩৬জন নিখোঁজ আর প্রায় ১০ লক্ষ জন জরুরীভাবে স্থানান্তরিত হয়েছেন ।

হুই লিয়াং ইয়্যু রাষ্ট্রীয় দুর্যোগ হ্রাস কমিশনের পূর্ণাঙ্গ অধিবেশনে জোর দিয়ে বলেছেন , এখন চীনে টেকসই প্রবল বর্ষণ হওয়ার আশংকা যে কোনো একটি সময় হতে পারে । বন্যা প্রতিরোধের কর্তব্য এখনো অতি দুরূহ । বিভিন্ন অঞ্চলগুলোকে টাইফুন ও বন্যার প্রতি তত্ত্বাবধান ও জরীপের কাজ জোরদার করতে হবে , সময়োচিতভাবে পূর্বসতর্কতাজ্ঞাপক তথ্য প্রকাশ করতে হবে এবং দুর্গতদের সুষ্ঠুভাবে পুনর্বাসন করতে হবে ।

ছিংহাই-তিব্বত রেলপথ প্রত্যেক দিনে পাঁচ হাজার পর্যটককে অভ্যর্থনা জানিয়েছে

চলতি মাসের ১ তারিখ ছিংহাই-তিব্বত রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হবার পর থেকে ২০ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন প্রায় পাঁচ হাজার যাত্রী তিব্বতে প্রবেশ করেছেন।

জানা গেছে, ১ থেকে ২০ জুলাই পর্যন্ত তিব্বতে যাওয়া যাত্রীদের সংখ্যা তিন লক্ষ। এটি গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ১০০ ভাগ। তাঁদের মধ্যে প্রায় ৩০ শতাংশ যাত্রী রেলপথের মাধ্যমে তিব্বতে প্রবেশ করেছেন।

ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় তিব্বত ভ্রমণে আসা পর্যটকদের সংখ্যা লক্ষনীয়ভাবে বেড়ে গেছে । চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক জানো সম্প্রতি বলেছেন , বর্তমানে তিব্বতে হোটেল , দর্শনীয় স্থল , গাড়ি , পর্যটন বিভাগ প্রভৃতি ক্ষেত্রের সামর্থ্য পর্যটকদের চাহিদা মোটামুটি মেটাতে সক্ষম ।

পর্যটকদের চাহিদা মেটানোর জন্য তিব্বতে পর্যটনের জন্য ব্যবহার্য পর্যাপ্ত গাড়িও ব্যবস্থা করা হচ্ছে ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশা: পাক-চীন ঐতিহ্যিক মৈত্রী নতুন প্রাণশক্তিতে ভরপুর

পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌকত আজিজ ২৫ জুলাই বলেছেন, পাকিস্তান ও চীনের উচিত মিলিতভাবে সহযোগিতা নতুন ক্ষেত্র ও পদ্ধতি আবিষ্কার করা, দু'দেশের ঐতিহ্যিক মৈত্রীতে নতুন প্রাণশক্তি দেয়া এবং নতুন যোগাযোগ প্রতিষ্ঠা করা।

তিনি প্রধানমন্ত্রী ভবনে 'চীন-পাকিস্তান মৈত্রী ফোরামের' তৃতীয় সম্মেলনে অংশ নেয়া চীনের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী স্যু দুনসিনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

আজিজ বলেছেন, পাকিস্তানের চীনের মতো বন্ধু আছে বলে তিনি খুবই গর্বিত বোধ করেন। তিনি বলেছেন, পাকিস্তান-চীন সম্পর্কের উন্নয়নের জন্য সকল পাকিস্তানী একমত। পাকিস্তান ও চীন অর্থ-বাণিজ্য সহযোগিতা আরও বাড়ানো ও আদান-প্রদান জোরদার, শক্তি সম্পদের যোগাযোগ ও পরিবহণ লাইন প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে পারে।

নেপাল নিজের ভূভাগে চীনের বিরোধিতা করার অপতত্পরতা চালানো অনুমোদন করবে না

নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ২৮ জুলাই কাঠমন্ডুতে সফররত চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ তাওয়ের সঙ্গে সাক্ষাত করার সময়ে বলেছেন , নেপাল সরকার দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে স্বাধীন তাইওয়ান পন্থীদের অপপ্রয়াসের বিরোধিতা করে এবং কোনো শক্তিকে নেপালের ভূভাগে চীন বিরোধিতা করার তত্পরতা চালানোর বিষয়টি অনুমোদন করবে না ।

তিনি বলেছেন , নেপাল -চীন সম্পর্ক অত্যন্ত ভাল । দুদেশের মধ্যে কোনো সমস্যা নেই । দীর্ঘকাল ধরে চীন সরকার ও জনগণ নেপালকে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন এবং সাহায্য করেছে নেপাল সরকার ও জনগণ তার জন্যে ধন্যবাদ জানায় । নেপাল চীনের সঙ্গে দুদেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক ।

মার্কিন প্রতিনিধি পরিষদ যুক্তরাষ্ট্র-ভারত বেসরকারী পরমাণু শক্তি সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছে

২৬ জুলাই বুশ সরকার ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বেসরকারী পরমাণু শক্তি সযোগিতা চুক্তির পক্ষে ৩৫৯টি ভোট এবং বিপক্ষে ৬৮ টি ভোটের মাধ্যমে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গৃহিত হয়েছে ।

যদিও এই চুক্তি গৃহিত হয়েছে , তবে কিছু সংসদ সদস্য এর বিরোধিতা করেন। তাঁরা মনে করেন তা "পরমাণু অস্ত্র অবিস্তার চুক্তি" লঙ্খন করেছে ।

ভারতের মিজরাম রাজ্যে বাঁশ দিয়ে বিদ্যুত্ উত্পাদিত হবে

ভারতের উত্তর-পূর্বাংশের মিজরাম রাজ্যে বাঁশ দিয়ে বিদ্যুত্ উত্পাদনের একটি বিদ্যুত্ কারখানা প্রতিষ্ঠিত হবে। এটা ভারতে বাঁশের দ্বারা প্রথম বিদ্যুত্ কারখানা হবে।

"হিন্দুস্তান" পত্রিকার ২৯ জুলাই খবরে জানা গেছে, মিজরাম রাজ্যে প্রতিষ্ঠিতব্য এই বিদ্যুত কারখানার বরাদ্দ ২ কোটি ৮৫ লক্ষ টাকা প্রায় ৬ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। বাঙ্গলোরে অবস্থিত ভারতের বিজ্ঞান একাডেমির বিজ্ঞানীরা এই বিদ্যুত্ কারখানার নকশা করবেন। মিজরামে বাঁশ দিয়ে ধারাবাহিক শিল্প প্রতিষ্ঠিত হবে।

৩৯তম আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শেষ

এক দিনব্যাপী ৩৯তম আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ২৫ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শেষ হয়েছে। আসিয়ানের দশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের একীভূতকরণ ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একটি যৌথ ইস্তাহার প্রকাশ করেছেন।

ইস্তাহারে বলা হয়েছে, আসিয়ান একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করছে। আসিয়ান কমিউনিটি গড়ে তোলার নির্ধারিত সময় ২০২০ সালের পূর্বেই ২০১৫ সালে সম্পন্ন করা সম্ভব হবে। এ জন্যে আসিয়ান অর্থনৈতিক কমিউনিটি , নিরাপত্তা কমিউনিটি এবং সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে প্রচেষ্টা জোরদার করা উচিত।

ইস্তাহারে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধানে সংশ্লিষ্ট পক্ষের প্রতি ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার আহ্বান জানানো হয়েছে। ছ'পক্ষের সংলাপ উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যা সমাধান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট পক্ষের উচিত কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ১৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের সুযোগকে পুরোপুরি কাজে লাগানো, যাতে উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করা যায়।

২৫ জুলাই রাতে ইসরাইলী বাহিনীর গোলাবর্ষণে লেবাননস্থ জাতিসংঘের একটি পর্যবেক্ষণ স্টেশনের চার জন পর্যবেক্ষক নিহত ঘটনার পর জাতিসংঘের মহাসচিব কফি আনান ইসরাইলী বাহিনীর তীব্র নিন্দা করেছেন এবং ইসরাইলকে জাতিসংঘের সঙ্গে একত্রে এই ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২৬ জুলাই এই ঘটনা নিয়ে একটি চেয়ারম্যান বিবৃতি প্রকাশ করেছে। জাতিসংঘের কর্মী পরিষদ একই দিনে এ বিস্ফোরণের নিন্দা করেছে। এবং কর্মী পরিষদ আনানের কাছে জাতিসংঘের অস্থায়ী বাহিনীর কাজ স্থগিত রাখা এবং সংশ্লিষ্ট কর্মী সরিয়ে নেয়ার আহ্বানও জানিয়েছে।

স্থানীয় সময় ২৯ জুলাই রাতে, কয়েক হাজার ইস্রাইলী বিখ্যাত সমুদ্র-সৈকত শহর তেল আবিবে মিছিল করে ইস্রাইল সরকারের প্রতি লেবাননের সামরিক অভিযান বন্ধ করা এবং আলোচনার মাধ্যমে বর্তমানে দু'পক্ষের সংঘর্ষের অবসান ঘটানোর তাগিদ দিয়েছে ।

ছ'টি দেশ নিরাপত্তা পরিষদ সদস্যদেশগুলোর কাছে ইরানের পারমাণবিক সমস্যা বিষয়ক খসড়া প্রস্তাব বিতরণ করেছে

যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী ২৮ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর কাছে ইরানের পারমাণবিক সমস্যা বিষয়ক একটি খসড়া প্রস্তাব বিতরণ করেছে । খসড়ায় ইরানকে আগস্ট মাসের শেষ দিক পর্যন্ত ইউরেনিয়ামের যাবতীয় সমৃদ্ধকরণ শেষ করার দাবি জানিয়েছে, অন্যথায় আন্তর্জাতিক সমাজ তা শাস্তি দেবে।

এই খসড়া প্রস্তাব ইরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদ গৃহীত প্রস্তাব পালন করা এবং গবেষণা ও উন্নয়ন তত্পরতাসহ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ এবং পুনঃপ্রক্রিয়াকরণে সংশ্লিষ্ট যাবতীয় তত্পরতা বন্ধ করার তাগিদ দিয়েছে। খসড়া আরো বলেছে, ৩১ আগস্ট পর্যন্ত ইরান এই সংশ্লিষ্ট প্রস্তাব পালন না করলে নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও কূটনৈতিক শাস্তি ব্যবস্থা নেবে।