৩০ জুলাই থেকে কংগোর প্রেসিডেন্ট ও জাতীয় সংসদের নির্বাচন শুরু হয়েছে । এটাই হচ্ছে স্বাধীন হবার পরবর্তী ৪৬ বছরে কংগোর প্রথম গণতান্ত্রিক নির্বাচন ।
একই দিন ভোর ছ'টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দান আয়োজনের কথা । সমগ্র দেশের ২ কোটি ৫৭ লক্ষ ভোটার ৪৯ হাজার ৭ শো ৪৬টি নির্বাচন কেন্দ্রে ভোট দিয়েছেন ।
৩৩জন প্রেসিডেন্টের প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন । অন্য ৯ হাজার ৭ শো জন প্রার্থী জাতীয় সংসদের ৫ শোটি আসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন । জানা গেছে , নির্বাচনের ফলাফল তিন সপ্তাহের পর প্রকাশিত হবে ।
|