এবছরের প্রথম ছ'য় মাসে চীনের মহকুমা শিল্পপ্রতিষ্ঠানের সুষ্ঠুভাবে বিকশিত হয়েছে , যাতে বর্ধিত-মূল্য গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ১৩ শতাংশ বেড়ে ২.৭ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে।
এবছরের প্রথম ছ'য় মাসে , চীনের মহকুমা শিল্পপ্রতিষ্ঠানের রপ্তানির মূল্য প্রায় ১৮ শতাংশ বাড়ানো হয়েছে, এতে মহকুমা শিল্পপ্রতিষ্ঠানের দ্রুত উন্নয়নে ত্বরান্বিত করা হয়েছে।
চীনের মহকুমা শিল্পপ্রতিষ্ঠান হচ্ছে কৃষকদের পণ্য উত্পাদন, বিনিময় ও পরিসেবা করার একটি অর্থকরী সংস্থা। ১৯৭৯ সালের পর, চীনের মহকুমা শিল্পপ্রতিষ্ঠান দ্রুতভাবে বিকশিত হয়েছে। বর্তমানে তা চীনের গ্রামীন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সতম্ভে পরিণত হয়েছে। এর সঙ্গে সঙ্গে গ্রামের উদ্বৃত্ত শ্রম-শক্তির কর্মসংস্থান সমস্যা সমাধানের জন্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
|