ভারতের উত্তর-পূর্বাংশের মিজরাম রাজ্যে বাঁশ দিয়ে বিদ্যুত্ উত্পাদনের একটি বিদ্যুত্ কারখানা প্রতিষ্ঠিত হবে। এটা ভারতে বাঁশের দ্বারা প্রথম বিদ্যুত্ কারখানা হবে।
"হিন্দুস্তান" পত্রিকার ২৯ জুলাই খবরে জানা গেছে, মিজরাম রাজ্যে প্রতিষ্ঠিতব্য এই বিদ্যুত কারখানার বরাদ্দ ২ কোটি ৮৫ লক্ষ টাকা প্রায় ৬ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। বাঙ্গলোরে অবস্থিত ভারতের বিজ্ঞান একাডেমির বিজ্ঞানীরা এই বিদ্যুত্ কারখানার নকশা করবেন। মিজরামে বাঁশ দিয়ে ধারাবাহিক শিল্প প্রতিষ্ঠিত হবে।
ভারতে প্রতি বছরে ৮ কোটি ৫০ লক্ষ টন বাঁশ উত্পন্ন হয়। ভারত হচ্ছে চীনের পরে বিশ্বের দ্বিতীয় বাঁশ উত্পাদনকারী দেশ। মিজরাম রাজ্য হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বৃহত্তম বাঁশ উত্পাদানকারী অঞ্চল, সেখানের বাঁশ চাষের আয়তন ৯ কোটি বর্গকিলোমিটার বেশি।
|