আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুনডুজ প্রদেশে ২৯ জুলাই ভোরে চারটা পঁয়তাল্লিশ মিনিটে রিক্টার স্কেলের ৫.২ প্রাবল্য মাত্রায় ভূমিকম্প হয়েছে । এতে কমপক্ষে ১ জন নারী নিহত এবং ৯ জন আহত হয়েছে।
কুনডুজ প্রদেশের গভর্নর মোহাম্মেদ ওমার বলেছেন, আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমানার কাছাকাছি এই ভূমিকম্প ঘটেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হচ্ছে কুনডুজ প্রদেশের শের্কহান বানডার অঞ্চল। প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, ভূমিকম্পে মোট ৬টি গ্রামের ৩০০টির বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। স্থানীয় সংশ্লিষ্ট বিভাগ দুর্গত এলাকায় চিকিত্সক দল পাঠিয়েছে, হতাহতদের সংখ্যা সম্ভাবনা আরো বাড়বে ।
২০০২ সালের মার্চ মাসে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র ভূমিকম্প ঘটেছিলো। এতে ১ হাজার ৮০০ জন নিহত আর ২ হাজারেরও বেশি জন আহত হয়েছে।
|