২৯ জুলাই চীনের সংখ্যালঘু জাতি বিষয়ক কমিটির শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি বিভাগের প্রধান ম্যাডাম ফেংলান পেইচিংয়ে বলেছেন, চীন সংখ্যালঘু জাতি অঞ্চলের শিক্ষকদের প্রশিক্ষণের অব্যাহতভাবে জোরদার করবে ।
চীনের সংখ্যালঘু জাতি অঞ্চলের শ্রেষ্ঠ গ্রামীণ শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন । চীনের বিভিন্ন জাতি এলাকা থেকে আসা ৮০জনেরও বেশি শ্রেষ্ঠ শিক্ষক এবারকার প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন । চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী এ ধরনের প্রশিক্ষণ কোর্স অব্যাহতভাবে অনুষ্ঠিত হবে এবং আরো বেশি সংখ্যালঘু জাতি অঞ্চলের শিক্ষকদের প্রশিক্ষণ করা হবে ।
তিনি ব্যাখ্যা করেছেন যে, চীন দীর্ঘকালে জাতীয় শিক্ষার উন্নয়ন গুরুত্ব দেয়, সংখ্যালঘু জাতি অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল জাতীয় ভাষা দিয়ে শেখানো হয়েছে এবং সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকায় জাতীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,যাতে বিভিন্ন জাতির হাজার হাজার ছাত্রছাত্রীকে শেখানো যায় । বিভিন্ন পর্যায়ের সরকার অর্থনীতি ও নীতিতে সংখ্যালঘু জাতির শিক্ষায় বিরাট সমর্থন করেছে । কিন্তু বর্তমানে চীনের সংখ্যালঘু জাতি অঞ্চলের শিক্ষার উন্নয়নের মান অনুন্নত এবং শিক্ষার ভিত্তিও দুর্বল ।
চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, সংখ্যালঘু জাতি অঞ্চলের শিক্ষা ব্রত উন্নত করা হচ্ছে ভবিষ্যতে চীনের শিক্ষা ব্রত উন্নয়নের একটি প্রধান কাজ।
|