v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-30 17:40:01    
বিদেশে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশী পুঁজি বিনিয়োগ বিদেশী শিল্পপ্রতিষ্ঠানের ওপর হুমকি দাঁড়াবে না

cri

 সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতা বিভাগের পরিচালক চাও ছুয়াং বলেছেন, চীন এখনো বিদেশে পুঁজি বিনিয়োজিত বড় দেশ নয়। পুঁজি বিনিয়োগের মাধ্যমে বিদেশী বাজার দখল করার ক্ষেত্রে কোন দেশ বা কোন শিল্পপ্রতিষ্ঠানের ওপর হুমকি সৃষ্টি করার অবস্থা নেই।

 উত্তর চীনের শহর ওয়েই হাইতে অনুষ্ঠিত একটি ফোরামে চাও ছুয়াং বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তঃদেশীয় একত্রীকরণ বিশেষ করে অপেক্ষাকৃত কয়েকটি বড় আকারে একত্রীকরণ প্রকল্প বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু তা থেকে বলা যায় না যে, বিদেশে পুঁজি বিনিয়োগ ক্ষেত্রে চীন একটি বড় দেশ হয়েছে। এ ক্ষেত্রে চীন কোন দেশ বা শিল্পপ্রতিষ্ঠানের ওপর হুমকি দাঁড়াবে না। তিনি বলেছেন, ১৯৭৮ থেকে ২০০৫ সালের শেষ দিক পর্যন্ত বিদেশে চীনের মোট পুঁজি বিনিয়োগের পরিমাণ ৫১.৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এ অর্থ মাত্র জার্মানী ও ফ্রান্সের এক বছর বৈদেশিক পুঁজি বিনিয়োগ পরিমাণের সমান।

 জানা গেছে, চীন সরকার সবসময় বিদেশে পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দৃঢ়ভাবে পারস্পরিক উপকারিতা এবং উভয়ের লাভের ধারণা পালন করা, স্থানীয় অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করা, স্থানীয় আইনকানুন অনুসরণ করা, স্থানীয় রীতিনীতি ও প্রথা সম্মান করা, স্থানীয় জনগণের সঙ্গে সহাবস্থানে বসবাস করা, সক্রিয়ভাবে কল্যাণমূলক ব্রতে অংশ নেয়া, পরিবেশ সুরক্ষার দিকে গুরুত্ব দেয়ার নির্দেশ দেয়।