নেপাল সরকার বিরোধী সশস্ত্র ২৮ জুলাই ঘোষণা করেছে যে, রাজধানি কাঠমুন্ডু ও দেশের ৭৫টি জেলায় তিন মাসব্যাপী একতরফা যুদ্ধ বিরতির মেয়াদ আরো তিন মাস বাড়াবে, যাতে দেশের শান্তি বাস্তবায়নের জন্য শর্ত সৃষ্টি করা যায় ।
সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের প্রধান প্রাচন্দ সেইদিন বিবৃতিতে বলেছেন, জনগণের শান্তিপূর্ণ ইচ্ছা মেটানো , সরকার বিরোধী সশস্ত্র শক্তি ও সাত দর্লীয় জোটের সরকার বিধান পরিষদের নির্বাচন ও শান্তি প্রক্রিয়ায় মতৈক্যে পৌঁছানো ত্বরান্বিত করার জন্যে এই যুদ্ধ বিরতির মেয়াদ বাড়াবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কিন্তু এর সঙ্গে সঙ্গে বিবৃতি আরো বলেছে, সরকার শান্তিপূর্ণ প্রক্রিয়া সক্রিয়ভাবে ত্বরান্বিত না করলে সরকার বিরোধী সশস্ত্র শক্তি যুদ্ধ বিরতিকালে একটি নতুন দফার " শান্তি বিপ্লবী" ঘটাবে।
|