যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী ২৮ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর কাছে ইরানের পারমাণবিক সমস্যা বিষয়ক একটি খসড়া প্রস্তাব বিতরণ করেছে । খসড়ায় ইরানকে আগস্ট মাসের শেষ দিক পর্যন্ত ইউরেনিয়ামের যাবতীয় সমৃদ্ধকরণ শেষ করার দাবি জানিয়েছে, অন্যথায় আন্তর্জাতিক সমাজ তা শাস্তি দেবে।
এই খসড়া প্রস্তাব ইরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদ গৃহীত প্রস্তাব পালন করা এবং গবেষণা ও উন্নয়ন তত্পরতাসহ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ এবং পুনঃপ্রক্রিয়াকরণে সংশ্লিষ্ট যাবতীয় তত্পরতা বন্ধ করার তাগিদ দিয়েছে। খসড়া আরো বলেছে, ৩১ আগস্ট পর্যন্ত ইরান এই সংশ্লিষ্ট প্রস্তাব পালন না করলে নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও কূটনৈতিক শাস্তি ব্যবস্থা নেবে।
নিরাপত্তা পরিষদ এমাসের পালাক্রমিক চেয়ারম্যান, জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি জেন সাব্লিয়ের বলেছেন নিরাপত্তা পরিষদ ৩১ জুলাই এই খসড়া নিয়ে ভোট নেবে।
|