নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ২৮ জুলাই কাঠমন্ডুতে সফররত চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ তাওয়ের সঙ্গে সাক্ষাত করার সময়ে বলেছেন , নেপাল সরকার দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে স্বাধীন তাইওয়ান পন্থীদের অপপ্রয়াসের বিরোধিতা করে এবং কোনো শক্তিকে নেপালের ভূভাগে চীন বিরোধিতা করার তত্পরতা চালানোর বিষয়টি অনুমোদন করবে না ।
তিনি বলেছেন , নেপাল -চীন সম্পর্ক অত্যন্ত ভাল । দুদেশের মধ্যে কোনো সমস্যা নেই । দীর্ঘকাল ধরে চীন সরকার ও জনগণ নেপালকে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন এবং সাহায্য করেছে নেপাল সরকার ও জনগণ তার জন্যে ধন্যবাদ জানায় । নেপাল চীনের সঙ্গে দুদেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক ।
উপপররাষ্ট্রমন্ত্রী উ তাওয়ে বলেছেন , চীন সরকার দুদেশের ঐতিহ্যিক বন্ধুত্বকে গুরুত্ব দেয় । চীন দুদেশের পারস্পরিক উপকারিতা মূলক সহযোগিতা ত্বরান্বিত করার নীতি বজায় রাখবে
|