চীনের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ২৮ জুলাই পেইচিংয়ে বলেছেন , চীন লেবাননকে জরুরী মানবিক সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
পেইচিং সময় ২৮ জুলাই ভোরবেলায় চীনের সামরিক পর্যবেক্ষক তু চাওইয়ু সহ চারজন শান্তিরক্ষী সদস্যের নিহত হওয়ার বিষয় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান বিবৃতি গৃহিত হয়েছে । লিউ চিয়েনছাও সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেছেন , চীন লেবানন- ইস্রাইল সংঘর্ষে লিপ্ত পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতি পালন করে মানবিক ত্রানকাজ চালাতে এবং যততাড়াতাড়ি সম্ভব বৈঠক ও রাজনৈতিক উপায়ে সমাধানের পথে ফিরে আসার তাগিদ দেয় । যাতে মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা শিগ্গিরই পুনরুদ্ধার করা যায় ।
লিও চিয়েনছাও বলেছেন , ইস্রাইলের বোমাবর্ষণে চীনের সামরিক পর্যবেক্ষক সহ চারজন শান্তিরক্ষীসদস্যের মৃত্যুর বিষয় নিয়ে চীন বেশ কয়েকবার বিবৃতি দিয়ে নিজের অবস্থানব্যাখ্যা করেছে এবং ইস্রাইলের আচরনের তীব্র নিন্দা করেছে । ইস্রাইল নিরাপত্তাপরিষদের সিদ্ধান্ত আনুযায়ী জাতিসংঘের সঙ্গে সহযোগিতা করে সার্বিকভাবে তদন্ত চালাবে এবং যততাড়াতাড়ি সম্ভব তদন্তের ফলাফল প্রকাশ করবে বলে চীন দাবী জানায় । চীন ইস্রাইল ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক দায়িত্ব মেনে চলে যথাযথ ব্যবস্থা নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করার দাবী জানায় ।
অন্য এক খবরে প্রকাশ , লেবাননস্থ চীনা রাষ্ট্রদূত লিউ সিয়াংহুয়া ২৭ জুলাই বলেছেন , প্রবাসী চীনাদের লেবানন থেকে সরে যেতে সাহায্য করা চীনা দূতাবাসের দায়িত্ব । ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত চীনা দূতাবাস ১৭০জন প্রবাসীকে লেবানন থেকে সরিয়ে নিয়েছে ।
|