চীনের বাণিজ্য মন্ত্রণালয় ২৮ জুলাই নতুন সংশোধিত " জীবানুজাত পণ্য এবং আনুসংগিক সরঞ্জাম ও প্রযুক্তিবিদ্যা রফতানি নিয়ন্ত্রণ সংক্রান্ত তালিকা" প্রকাশ করেছে । তালিকায় সাসের ভাইরাস সহ বাড়তি ১৩টি ভাইরাস , বিষ , জীবাণু ও সরঞ্জাম অন্তর্ভূক্ত করা হয়েছে ।
উল্লেখ্য যে, ২০০৩ সালের বসন্তকালে চীনের মূলভূভাগ, হংকং ও তাইওয়ান নতুন সংক্রামক রোগ- সাসের আক্রমণের সম্মুখীন হয়েছিল ।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ছুং ছুয়ান বলেছেন , আন্তর্জাতিক বিস্তার রোধ ও সন্ত্রাসের বিরোধিতির প্রয়োজনের সংগে সংগতি রাখার জন্যে চীন জীবানুজাত পণ্যগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছে ।
|