২৭ জুলাই এক প্রাসঙ্গিক অধিবেশন থেকে পাওয়া খবরে জানা গেছে , জুন মাসের শেষ দিকে চীনের শহরাঞ্চলের তালিকাভূক্ত বেকারত্বের হার ছিল ৪.২ শতাংশ । এটা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় সমান সমান ।
চীনের শ্রম ও সমাজ নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি এই দিনে বলেছেন , আরও বেশী শ্রমজীবীদেরকে কর্মসংস্থান ও পুনঃ কর্মসংস্থান অর্জন করতে সাহায্য করার জন্যে এ বছরের প্রথম ৬ মাসে চীন পুনঃ -কর্মসংস্থান সম্পর্কেধারাবাহিক বিশেষ অভিযান চালিয়েছে ।
চীন সরকারের প্রণীত পরিকল্পনা অনুযায়ী এ বছর চীনের শহরাঞ্চলে আরও ৯০ লক্ষ লোকের কর্মসংস্থান হবে । জুন মাসের শেষ নাগাদ চীনের শহরাঞ্চলের নতুন শ্রমিকের সংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়েছে । এটা পূর্বপরিকল্পিত লক্ষ্যের ৬০ শতাংশ বেশি ।
|