চলতি মাসের ১ তারিখ ছিংহাই-তিব্বত রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হবার পর থেকে ২০ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন প্রায় পাঁচ হাজার যাত্রী তিব্বতে প্রবেশ করেছেন।
জানা গেছে, ১ থেকে ২০ জুলাই পর্যন্ত তিব্বতে যাওয়া যাত্রীদের সংখ্যা তিন লক্ষ। এটি গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ১০০ ভাগ। তাঁদের মধ্যে প্রায় ৩০ শতাংশ যাত্রী রেলপথের মাধ্যমে তিব্বতে প্রবেশ করেছেন।
এর আগে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ছাম্পা ফুন্টসোক বলেছেন, তিব্বতের কিছু পর্যটন স্থানের আকর্ষনীয় শক্তি রয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে লাসা শহরকে প্রধান পর্যটনের স্থান হিসেবে সেখানে পরিসেবা ব্যবস্থার কাজ জোরদার করবে। যাতে যাত্রীরা তিব্বতে আরাম বোধ করে এবং তাদের নিরাপত্তা সুরক্ষা করা যায়।
|