চীনের ইয়াং সি নদীর উচ্চ অববাহিকায় জলের তিরোভাব ও ভূমিক্ষয় রোধের গুরুত্বপূর্ণ অঞ্চলে ভূমিধ্বস সংক্রান্ত সতর্কমূলক ব্যবস্থা চালু হওয়ার পর সাফল্যের সংগে ২৪০টিরও বেশি বিপর্যয় সংক্রান্ত পূর্বাভাষ দিতে সক্ষম হয়েছে ।
চীনের জলসেচ মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা ২৭ জুলাই অনুষ্ঠিত এক সেমিনারে জানিয়েছেন , দশ বারো বছর আগে এই সতর্কমূলক ব্যবস্থা চালু হওয়ার পর বহুবার ভূমিধ্বসের মত বিপর্যয়ের পূর্বাভাষ দিয়েছে । যার ফলে ৪০ হাজার লোককে নিরাপদ স্থানে অপসারণ করা এবং ২০ কোটি ইউয়ান মূল্যের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে ।
চীনের ইয়াং সি নদীর উচ্চ অববাহিকার আয়তন প্রায় ১০ লাখ বর্গকিলোমিটার । এই অঞ্চল চীনের ভূমিধ্বস কবলিত সবচেয়ে কেন্দ্রীভূত ও গুরুতর অঞ্চলগুলোর অন্যতম । গত শতাব্দির নব্বইয়ের দশকের গোড়ার দিকে চীন এই অঞ্চলে ভূমিধ্বস সংক্রান্ত সতর্কমূলক ব্যবস্থা চালু করে ।
|