v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-28 15:10:01    
দূরের স্মৃতি

cri
    গত এপ্রিল মাসের এক দিন,চীনের থাংশান শহরের ৫৫ বছর বয়সী নাগরিক লিউ সিউলান তার আলমারি থেকে এক পুরান হলুদ রঙয়ের এক ব্যাগ বার করলেন । গত ৩০ বছরে যখনই তিনি এই ব্যাগ দেখেন তখনই অনেক লোকের কথা তার মনে পড়ে । স্বামী লিউ পাওছেন স্ত্রী লিউ সিউলানের চিন্তাভাবনা অন্তত বোঝেন । যাদের কথা সবসময়েই স্ত্রীর মনে পড়ে তিনিও তাদেরকে একবার দেখতে চান । তিনি স্ত্রী লিউ সিউলানের সঙ্গে আলাপ করেন যে,তারা এক সঙ্গে তাদের পৃষ্ঠপোষক মানুষদের দেখতে যাবেন । কিন্তু তাদের কাছ থেকে বিদায় নেয়ার পর গত ৩০ বছর ধরেতাদের সঙ্গে লিউ সিউলানের কোনো যোগাযোগ নেই । তারা এখন কোথায়?কিভাবে এদেরকে খুঁজে বের করা যায়?যখন তারা এই কথা ভাবছে তখন ৩০ বছর আগের সেই ভয়াবহ রাতের কথা তাদের মনে করিয়ে দেয় ।

    ১৯৭৬ সালের ২৮জুলাই গভীর রাতে থাংশান শহরে এক ভয়াবহ ভূমিকম্প ঘটে । স্বামী-স্ত্রী দুজনেরই ভাগ্যের জোরে বেঁচে আছেন । কিন্তু তাদের চারপাশের সব কিছুই ধ্বংস হয়ে যায় । সে সময় স্ত্রী লিউ সিউলান গর্ভবতী ছিলেন । তার পেটে ৯ মাসের সন্তান ছিল । ভয়ের কারণে এ সময়ে লিউ সিউলানের পেটের ব্যথা হয় এবং ব্যথাটা ধীরে ধীরে পড়তে থাকে ।লিউ সিউলানের ভীষণ ভয় ছিল যে, ভূমকম্পে স্থানীয় হাসপাতালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা যায় । অসংখ্য আহত মানুষ চিকিত্সার অপেক্ষায় ছিলেন ।যেখানে খাবার ও পানির সমস্যা সেখানে এই অবস্থায় প্রসব করায় কি ধরণের সমস্যা হবে তা ভাবাও কঠিন ।

    ভূমিকম্প হওয়ার সেই দিন বিকেলে এক সহকারী চিকিত্সক দল লিউ সিউলানকে সনাক্ত করে এক সামরিক বিমানে করে তাকে আর অন্য ৪ গর্ভবতীকে অন্য একটি প্রদেশে পাঠায় । স্ত্রী চলে যাওয়ার পর স্বামী লিউ পাওছেন ভূমিকম্পের ত্রানকাজ আর পুনর্গঠন কাজে যোগ দেন ।কাজের ফাঁকেফাঁকে তিনি মনে মনে স্ত্রী ও বাচ্চার নিরাপত্তার শুভ কামনা করেন এবং স্ত্রী বিমানযোগে দূরের জায়গায় বাচ্চার জন্ম দেন বলে তিনি বাচ্চাকে নাম রাখেন " লিউ ইউয়ান শেং ।

 

অবশেষে একদিন স্ত্রী লিউ সিউলান স্বাস্থ্যবতী নবাগত মেয়ে এবং উপহার ভর্তি একটি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসেন । সেই দিন থেকে তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে ব্যাগটা এবং সেই স্নেহময় প্রবীন ধাত্রী ডাক্তারের প্রতি তার স্মৃতির কথা মনে করে সংরক্ষণ করেন ।

    ৩০ বছরের স্মৃতি নিয়ে লিউ সিউলান ও তার স্বামী লিউ পাওছেনের সেই মায়ামমতাপূর্ণ ডাক্তারকে দেখতে খুবই ইচ্ছা হয় । কিন্তু ডাক্তারের নাম তারা জানেন না । কোথায় আছেন তাও জানেন না ।৩০ বছর পর স্বামী-স্ত্রী দুজন তাকে খুঁজে বের করতে পারবেন কি?

    একবার লিউ পাওছেন তার কয়েক বন্ধুর সঙ্গে সাইকেল চালিয়ে বাইরে যান ।তিনি নিজের এবং স্ত্রীর আকাঙ্ক্ষার কথা বন্ধুদের জানিয়েছেন । তার বন্ধুরাও সেবছরের ভূমিকম্প থেকে প্রাণ রক্ষা পাওয়া মানুষ । তারাও নিজদের উপকারী মানুষদের খুঁজতে চান । তারা তাবু ও রান্নার সাজসরঞ্জাম নিয়ে সাইকেল চালিয়ে ভূমিকম্পকবলিত থাংশানের মানুষকে সাহায্য করেছিলেন এমন লোকদের অনুসন্ধান করার সিদ্ধান্ত নিলেন । ২৪ এপ্রিল লিউ পাওছেন সহ ৮জন বুড়ো মানুষ থাংশান শহরের ভূমিকম্পের স্মৃতি-স্তম্ভ থেকে রওয়ানা হলেন।

তারা প্রথমেই সেই প্রবীন ডাক্তার যার কথা সবসময়ে লিউ সিউলানের মনে পড়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকেন । কিন্তু ডাক্তারটি কোথায় ? কোথায় তাকে পাওয়া যাবে? তারা শুধু জানেন, ডাক্তারটি চিনান শহরের হাসপাতালের ডাক্তার ছিলেন । ভূমিকম্পকালীন সময়ে ডাক্তারটির বয়স সম্ভবতঃ চল্লিশের কাছাকাছি ছিল। ৩০ বছর পরে আজ তার ৭০ বছর বয়সী এক বুড়ো মানুষ হবার কথা এবং সম্ভবত তিনি অনেক বছর আগেই অবসর জীবনযাপন করছেন। ৮জন বুড়ো মানুষ প্রত্যেক দিন সকাল ৬টা থেকে রাত ৮টা পযন্ত সাইকেল চালিয়ে ১৫দিন পর তারা ৯জুন চিনান শহরে পৌঁছান ।

    এক গুরুত্বপূর্ণ ক্লু লিউ পাওছেনের মনে পড়ে ,সেই বছর যখন লিউ সিউলান নবাগত মেয়ে নিয়ে চিনান থেকে বাড়ি ফিরে আসেন,তখন মেয়ের নামের জন্যে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামী ও শ্বশুড়-শ্বাশুড়ি মেয়েকে নাম দিয়েছেন লিউ ইউয়ানশেং,কিন্তু স্ত্রী লিউ সিউলান সঙ্গে সঙ্গে বললেন, হাসপাতালের ডাক্তাররা মেয়েকে নাম দিয়েছেন লিউ লুমিং । লু শানতুং প্রদেশের সংক্ষিপ্ত নাম, মিং চিনান শহরের তামিং হ্রদের নাম ।অর্থাত হাসপাতালটি তামিং হ্রদের কাছে আছে । তাই ডাক্তার মেয়েকে যে লিউ লুমিং নাম দিয়েছেন এখন পর্যন্ত তাদের মেয়ে সেই নামে পরিচিত । লিউ পাওছেন ও তার পরিবারের সবাই চিরকালই তামিং হ্রদেরএই জায়গাটার কথা ভুলতে পারবেন না ।

    দ্বিতীয় দিন লিউ পাওছেন ও তার সফরসঙ্গীরা তামিং হ্রদের পাশে অবস্থিত হাসপাতালে এলেন । তারা চার তলায় হাসপাতালটির কর্মকর্তাদের দেখা পেলেন। হাসপাতালটির কর্মকর্তারা সেবছরের গল্প শুনে অবসরপ্রাপ্ত ডাক্তার ওয়াং লিপিংকে ডেকে পাঠান । ডাক্তার ওয়াং বলেছেন,সেবছর তাদের হাসপাতালে থাংশান শহরের ৫জন গর্ভবতী মায়ের বাচ্চার জন্ম হয়েছে । কিন্তু তিনি তাদের ধাত্রী নন । তাই হাসপাতালের কর্মকর্তারা তখনকালে ধাত্রীবিদ্যা বিভাগে কাজ করেছিলেন এমন সকল কর্মীদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিলেন এবং লিউ পাওছেনদের আগামীকাল আবার হাসপাতালে আসতে বলেলেন।

    একই দিন রাতে ৭২ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডাক্তার লিউ ইয়ুচিয়েন হাসপাতালের টেলিফোন পেলে ৩০ বছর আগেকার কথা তার মনে পড়ে । ৩০ বছর আগে তিনি থাংশান শহর থেকে আসা কয়েকজন গর্ভবতীকে প্রসব করিয়েছিলেন। এদের মধ্যে একজনের মেয়ে হওয়ার পর অতি রক্তস্রাব হয়েছে । তিনি অন্যান্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নিযে তাকে বাঁচিয়েছেন। থাংশান থেকে যে লোকেরা এসেছেন তারা সেই মেয়ে ও গর্ভবতীর সঙ্গে সম্পর্কিত কি না ?তিনি তা জানতে অত্যন্ত আগ্রহী । দ্বিতীয় দিন সকালে তিনি আর অন্য ৫জন অবসরপ্রাপ্ত ডাক্তার হাসপাতালে এসে লিউ পাওছেনদের সঙ্গে দেখা করলেন । প্রবীন ডাক্তারদের সামনে লিউ পাওছেন চিনানে তার স্ত্রীর বাচ্চা জন্মদেয়া সম্পর্কে বিস্তারিতভাবে বণর্ণা করলেন । তিনি মেয়ের নামের অর্থ ব্যাখ্যা করলে ৩০ বছর আগেকার কথা প্রবীন ডাক্তারদের মনে পড়ে।

    ৫জন প্রবীন ডাক্তারদের দেখে ৩০ বছর ধরে লিউ পাওছেনের মনে রাখা আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় । তাদের সাহায্যপ্রাপ্ত থাংশানের লোকেরা সুখী জীবনযাপন করছে দেখে প্রবীন ডাক্তাররাও খুব খুশী ও আনন্দিত হন ।