চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর শানতোং জরীপ দলের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে দেখা গেছে, জাতীয় মানদন্ড অনুসারে বর্তমানে শানতোং প্রদেশের অপেক্ষাকৃত স্বচ্ছল অবস্থা বাস্তবায়নের মাত্রা ৫০.১ শতাংশে পৌঁছেছে।
গত বছরের শেষ নাগাদ সারা প্রদেশের গ্রামাঞ্চলের বাসিন্দাদের মাথাপিছু বসতবাড়ীর আয়তন ৩০ বর্গমিটারের কাছাকাছি ছিল। সারা প্রদেশের গ্রামে পিচ চালা রাস্তা ও সিমেন্টের রাস্তা তৈরী করা হয়েছে। গ্রামাঞ্চলের বাসিন্দাদের টেলিফোন গ্রাহকদের অনুপাত প্রায় ৮৬ শতাংশ। ৬৩ শতাংশ গ্রামের মানুষ কলের পানির সুফল ভোগ করে। পরিবারিক গাড়ি দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং মোটর-সাইকেল খুব জনপ্রিয় হয়ে উঠছে।
গত বছরের শেষ নাগাদ, মাথাপিছু স্বাস্থ্যরক্ষা ক্ষেত্রে সারা প্রদেশের গ্রামাঞ্চলের বাসিন্দাদের ব্যয় পাঁচ বছর আগের চেয়ে ২.৩ গুণ বৃদ্ধি পায়। সারা প্রদেশের গ্রামে নয় বছরের বাধ্যতামূলক শিক্ষার গ্রাহকদের অনুপাত ৯০ শতাংশেরও বেশী। ৫ লক্ষ ৫০ হাজার কৃষক অবসর ভাতা পেয়েছেন।
|