v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-27 21:04:49    
চীনের বিখ্যাত দরজি থিয়ান আ থুং

cri
    থিয়ান আ থুং চীনের একজন সুবিখ্যাত দরজি । তিনি মাও সে তুং , তেং সিয়াও পিং প্রমূখ চীনের প্রধান প্রধান নেতা এবং যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বুশ, কাম্পুচিয়ার প্রাক্তন রাজা নরোদম সিহানুক প্রমূখ নেতার জন্যে পোশাক তৈরি করেছেন । তিনি নিপুণভাবে পোশাক নকশা ও তৈরি করতে পারেন । তিনি ৫০ বছর ধরে চীনের প্রধান প্রধান নেতার জন্যে পোশাক তৈরি করে আসছেন । এখন চীনের রাজধানী পেইচিংয়ের থিয়ান আন মেন মঞ্চে টাংগানো মাও সে তুংয়ের প্রকান্ড প্রতিকৃতিতে মাও সে তুং যে চুং শান কোট পরেছেন , তা তাঁর হাতে তৈরি পোশাক । আজকের অনুষ্ঠানে চীনের এই বিখ্যাত দরজি সম্বন্ধে কিছু বলছি আমি শি চিং উ ।

    কিছুদিন আগে আমাদের সংবাদদাতা এই দরজি থিয়ান আ থুংয়ের সাক্ষাত্কার নিয়েছেন ।

    থিয়ান আ থুংয়ের বয়স আশির ওপর । তাঁর মাঝারী গড়ন । শরীর বেশ সবল । চুল তার একটু পেকে গেছে । মুখে কালো ফ্রেমের একটি চশমা পরে । দেখতে তিনি অত্যন্ত অমায়িক । তাঁর সাধারণ দুটো হাত একটু মোটা । এই দুটো হাত দিয়ে তিনি চীনের অনেক নেতার জন্যে এক হাজারেরও বেশি পোশাক তৈরি করেছেন এবং যাবতীয় পোশাক তিনি একবারেই তৈরি করেছেন ।

    পূর্ব চীনের চিয়াং সু প্রদেশের ছিয়াং সু শহরের উপকন্ঠের সা চিয়া পাং হচ্ছে থিয়ান আ থুংয়ের দেশের বাড়ি । তিনি একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন । ছোটবেলা থেকেই তিনি খুবই বুদ্ধিমান। যখন তার বয়স ১৩ বছর , তখন দরজির কৌশল শেখার জন্যে তাঁর বাবা তাকে শাংহাই শহরে পাঠালেন । ৫ বছর পর থিয়ান আ থুং শাংহাইয়ের সুপরিচিত বাণিজ্যিক এলাকা - নান চিং রাজপথে থিয়ান আ থুং পোশাক দোকান খুললেন । তাঁর ব্যবসা ছিল বেশ সরগরম ।

    ১৯৫৬ সালে তাঁর নিষ্ঠাবান চরিত্র ও দরজি কাজে দক্ষতার জন্যে তিনি চীনের রাজধানী পেইচিংয়ে বদলী হন । তখন থেকে তিনি বিশেষভাবে চেয়ারম্যান মাও সে তুং ও চীনের অন্য নেতাদের জন্যে পোশাক তৈরি করতে শুরু করেন । এভাবে তিনি ৫০ বছর ধরে এই কাজ করেছেন ।

    চেয়ারম্যান মাও সে তুংয়ের জন্যে পোশাক তৈরির সময়ে থিয়ান আ থুং সাহসের সংগে নতুন পদ্ধতি প্রয়োগ করেন । তিনি ঐতিহ্যিক চুং শান পোশাকের ছোট কলারকে চওড়া ও লম্বা কলারে পরিণত করেন এবং পোশাকের সামনে ও পেছনের অংশকে একটু প্রশস্ত করে তুলেন আর পেছনের অংশ সামনের অংশের চেয়ে একটু লম্বা করে তুলেন । তাঁর তৈরি পোশাক পরে মাও সে তুংয়ের মহিমা আরো স্পষ্ট হয়ে ওঠে ।

    থিয়ান আ থুং তত্কালীন প্রধানমন্ত্রী চৌ এন লাই এবং পরবর্তী নেতা তেং সিয়াও পিং , চিয়াং চে মিন ও এখনকার প্রেসিডেন্ট হু চিন থাওয়ের জন্যেও পোশাক তৈরি করেছেন । এসব নেতা তাঁর নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেছেন । তারা বলেন , তার তৈরি পোশাক দেখতে সুন্দর আর পরতে আরামদায়ক । চীনের নেতাদের সরল রীতি থিয়ান আ থুংয়ের মনে গভীর ছাপ ফেলেছে । তিনি স্মরণ করে বলেছেন ,

    প্রেসিডেন্ট হু চিন থাও একদিন আমার কাছে আসলেন । তিনি আমাকে বলেন , মাস্টার থিয়ান , আমার এই পুরনো পোশাক দশ বারো বছর ধরে পরেছি । এর কলার চুর্ণ হয়ে গেছে । আপনি আমার এই পোশাকের একটু মেরামত করেন । উত্তরে আমি বললাম , ঠিক আছে , তবে মরামতের পর কলার একটু সরু হবে । তিনি বললেন , ঠিক আছে , এতে কিছু আসে যায় না । মরামতের পর তিনি আমার কাজে সন্তুষ্ট হলেন ।

    থিয়ান আ থুং চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের জন্যেও একটি পুরনো ওভারকোর্টের মেরামতের কাজ করেছেন । তিনি ওভারকোর্টটির অস্তরকে বাইরে এনে দিলেন । চৌ এন লাই মরামতী ওভারকোর্ট পরে আনন্দের সংগে বললেন , একেবারে নতুন পোশাকের মত ।

    বহু বছর ধরে মাস্টার থিয়ান নিজেই পোশাক তৈরি করা ছাড়াও শতাধিক শিষ্যকেও প্রশিক্ষণ দিয়েছেন । ম্যাদাম চৌ চুন ছিয়াও তাদের মধ্যে অন্যতম ।

    চৌ চুন ছিয়াওয়ের বয়সও ষাটের ওপর হয়েছে । তাঁর চোখে মাস্টার থিয়ান খুবই পরিশ্রমী ও নিষ্ঠাবান । তিনি মাস্টারের সংগে ৪০ বছর ধরে কাজ করেছেন । তিনি দেখেছেন , মাস্টার সবসময় মনোযোগ দিয়ে মাপ করেন , সেলাই করেন এবং সেলাই কল চালান । তিনি বলেছেন ,

    কাজের ক্ষেত্রে তিনি সর্বদাই কড়াকড়ি ছিলেন । তাছাড়া তিনি আমাদের শিখান , কেমন করে মানুষ হওয়া উচিত এবং কেমন করে কাজ করা উচিত । আমি আজীবন আমার প্রতি মাস্টারের সাহায্য ভুলতে পারি না । আমি সত্যিই তার কাছে কৃতজ্ঞ ।

    চীনের ঐতিহ্যিক চুং শান পোশাক ছাড়াও থিয়ান আ থুংয়ের তৈরি পশ্চিমা স্যুটও বেশ উন্নত । তার তৈরি স্যুটগুলো কতিপয় বিদেশী রাষ্ট্রপ্রধান ও চীনস্থ বিদেশী রাষ্ট্রদূতদের সমাদর পেয়েছে । গত শতাব্দির সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বুশ পেইচিংয়ে কাজ করার সময়ে সাইকেলে করে হুং তু পোশাক তৈরি কারখানায় গিয়ে মাস্টার থিয়ানের কাছে তার জন্যে স্যুট তৈরির অনুরোধ করলেন । কয়েক বছর পর যখন বুশ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফরে আসলেন , তখন তিনি সাংবাদিকদের বললেন , আমার এই স্যুট চীনের মাস্টার থিয়ান আমার জন্যে তৈরি করেছেন । কাম্পুচিয়ার প্রাক্তন রাজা সিহানুক চীনে বহু বছর ধরে বসবাস করেছেন । তখন থিয়ান আ থুং তার প্রধান দরজি ছিলেন । ডজন খানেক দেশের রাষ্ট্রদূতরাও মাস্টার থিয়ানের কাছে গিয়ে তাদের জন্যে স্যুট তৈরির অর্ডার দিয়েছেন । তারা সবাই মাস্টার থিয়ানের দক্ষতাকে আন্তর্জাতিক মানসম্পন্ন বলে তার প্রশংসা করেছেন ।

    ২০০৫ সালে আশি বছর বয়সী থিয়ান আ থুং অবসর নিলেন । তিনি চিন্তা করলেন , তার শরীর বেশ ভালো তরুণদের কাছে তিনি তার পোশাক নকশা করার ধারণা ও তৈরির কৌশল শেখাতে পারেন । এ বছরের বসন্তকালে তিনি একজন শিষ্য নিয়ে নিলেন । তিনি হলেন চিয়াং সু প্রদেশের হুং শান সু পোশাক কোম্পানির তরুণ চেয়ারম্যান লিউ ওই চুন । থিয়ান আ থুং এই তরুণ শিষ্যকে খুবই পছন্দ করেন । তিনি বলেন ,

    এই শিষ্যকে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত । কেন না , আমার তো বেশ বয়স হয়েছে । আশির ওপর হয়েছে । আমি তাকে কিছু উপদেশ দিতে পারি । তাদের কাজে আমি একটু ভুমিকা নিতে পারবো।

    থিয়ান আ থুয়ের বয়স আশির ওপর হলেও তিনি এখনো স্বাস্থ্যবান । তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন , যোগ্য ব্যাক্তি পেলে তিনি আরো শিষ্য নেবেন । তাঁর জীবনের অভিজ্ঞতার সারসংকলন করে তিনি বলেছেন , তিনি আজীবন নিষ্ঠার সংগে পোশাক তৈরি করেছেন এবং ন্যায়ের পথে থেকে ভালো মানুষ হয়েছি ।