২৭ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাম্পুরে আসিয়ানের ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইসের সংগে মার্কিন-আসিয়ান অংশীদারী সম্পর্ক জোরদার করার কার্যক্রম সংক্রান্ত কাঠামোগত দলিলপত্র সই করেছেন ।
এই দলিলপত্র অনুসারে উভয় পক্ষ রাজনীতি , নিরাপত্তা , অর্থনীতি , সমাজ ও উন্নয়নের ক্ষেত্রে তাদের সহযোগিতা জোরদার করবে । রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে দু পক্ষ আসিয়ান-মার্কিন শীর্ষ সম্মেলন ডাকার সম্ভাব্যতা যাচাই করা এবং জাতিসংঘে ও সন্ত্রাস-বিরোধী প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে । অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় পক্ষ ব্যক্ত করেছে যে , তারা আসিয়ান-মার্কিন বাণিজ্য ও পুঁজি বিনিযোগ সংক্রান্ত কাঠামোগত চুক্তি স্বাক্ষরের জন্যে সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাবে ।
|