বন্য প্রাণী ও উদ্ভিদ অপরাধ দমন সম্পর্কে আন্তর্জাতিক ফৌজদারী পুলিশ সংস্থার কর্মগ্রুপের অষ্টাদশসভা ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত পেইচিংয়ে অনুস্টিত হয়েছে । সভায় বিভিন্ন দেশের আইনগত সহযোগিতা জোরদার করা , মিলিতভাবে তথ্য উপভোগ বাস্তবায়ন করা এবং মিলিতভাবে বন্য প্রাণী ও উদ্ভিদ সম্পদ ধ্বংস করার অপরাধের বিরুদ্ধে অভিযান চালানোর আবেদন জানানো হয়েছে ।
মাদকদ্রব্য ও পারমাণবিক অস্ত্রের পর বন্য প্রাণী ও উদ্ভিদ পাচার হচ্ছে অবৈধ বাণিজ্যেরতৃতীয় বড় লক্ষ্যবস্তু । প্রত্যেকবছর বিশ্বে অবৈধ বাণিজ্যমূল্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ।
চীন , মার্কিন যুক্তরাষ্ট্র , বৃটেন সহ ২১টি দেশ ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পঞ্চাশেরও বেশি প্রতিনিধি সভায় অংশ নিয়েছেন । সভায় বন্য প্রাণী ও উদ্ভিদরক্ষার ব্যাপারে বিভিন্ন দেশের আইন কার্যকরী করার অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আইন সহযোগিতার বাস্তব ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে ।
|