ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির সহকারী সচিব গোলাম রেজা রহমানি ফাজলী ২৬ জুলাই ওরুমিয়েহে বলেছেন , ইরানের পরমাণু সমস্যার সমাধান সক্রান্ত ৬টি দেশের প্যাকেজ প্রস্তাব বৈঠকের ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য ।
এ দিন এক সাক্ষাত্কারে ফাজলি বলেছেন , প্রস্তাবটি পুংখানুপুংখভাবে যাচাই করার পর ইরান ৬টি দেশের প্রস্তাবের জবাব দেবে । তিনি বলেছেন , প্রস্তাবটির যে বিষয়ে অস্পষ্টতা রয়েচে তা দূরিভূত হলে দুপক্ষ উপযুক্ত সময়ে চুক্তিটি সম্পাদন করতে পারবে ।
একই সময়ে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করা সম্পর্কে পাশ্চাত্ত্যের কয়েকটি দেশের আন্তরিকতাকে ফাজলি সন্দেহের চোখে দেখেছেন । তিনি বলেছেন , ইরানের পরমাণু সমস্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দাখিল করা , তার উপর শাস্তি দেয়ার চেষ্টা করা এবং রাজনৈতিক ও কুটনৈতিক পদ্ধতির মাধ্যমে ইরানের উপর চাপ সৃষ্টি করা ঠিক হবে না । তিনি বলেছেন , ইরান সব রকমের শাস্তির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে ।
|