চীনের রাষ্ট্রীয় পরিবেশ রক্ষা প্রশাসনের উপ মহাপরিচালক চাং লিজুন ২৬ জুলাই বলেছেন , সারা দেশে সার্বিকভাবে পানীয় জলের উত্স রক্ষার ব্যাপারে পরীক্ষা চালাবে ।
এ বছরের প্রথম৬ মাসে রাষ্ট্রীয় পরিবেশ রক্ষা প্রশাসন যে ৮৬টি আকস্মিক ঘটনা মোকাবেলা করেছে তার বেশির ভাগই পানীয় জলের দুষণ সম্পর্কিত । গত মাসে পরিবেশ পর্যবেক্ষণ বিভাগ যে পানীয় জলের উত্স তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে প্রমাণিত হয়েছে যে , প্রধান প্রধান শহরের ২০ শতাংশ পানীয় জলের উত্স গুণগতমানে পৌঁছেনি এবং প্রায় ৩০ শতাংশ কৃষক অপরিস্কার পানীয় জল খাচ্ছে।
তিনি বলেছেন ,পানীয় জলের উত্সের নিরাপত্তা এবং দুষিত সমস্যা সম্পর্কিত হুমকী রাষ্ট্রীয় পরিবেশ রক্ষা প্রশাসন পুরোপুরিভাবে সমাধান করবে । সংশ্লিষ্ট বিভাগকে এ বছরের শেষ দিকে পানীয় জলের উত্স এলাকার পরিবেশের আকস্মিক ঘটনা মোকাবেলা করার জরুরী পরিকল্পনা প্রণয়ন করতে হবে ।
|